প্রতিটি দেশে পেলের নামে একটি স্টেডিয়াম তৈরীর প্রস্তাব ফিফা সভাপতির
ব্রাজিলের সাও পাওলোর বিখ্যাত ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে ফুটবলের রাজাকে শেষ বিদায় জানাচ্ছেন ব্রাজিলের সর্বস্তরের জনগন সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে ৪ জানুয়ারি পেলের শেষকৃত্যানুষ্ঠান শেষ হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যোগ দিয়েছেন সবার সাথে । জিয়ান্নি ইনফান্তিনো প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়। শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে, সেটি ভেবে এমন প্রস্তাব দেওয়া হবে।’
ইনফান্তিনো আরও বলেন, ‘আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি। পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন।’
পেলের শেষ ইচ্ছা ছিল সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায় নবম তলায় যেন তাকে সমাহিত করা হয় কারন সেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!