Dark Mode
Image
  • Wednesday, 08 January 2025
মাত্র ৫ মিনিটে ঘর থেকে তেলাপোকা ও ছারপোকা দূর করার দুটি কার্যকরী টিপস:

মাত্র ৫ মিনিটে ঘর থেকে তেলাপোকা ও ছারপোকা দূর করার দুটি কার্যকরী টিপস:

টিপস : সেভলন/ডেটল স্প্রে

সেভলন/ডেটল ও পানি ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। যেখানে যেখানে তেলাপোকা/ছারপোকা দেখা যায় সেখানে স্প্রে করে দিন। ৫ মিনিট অপেক্ষা করুন। তেলাপোকা/ছারপোকা মারা যাবে বা চলে যাবে। এক সপ্তাহ ধরে প্রতিদিন স্প্রে করলে ঘর পুরোপুরি তেলাপোকা/ছারপোকা মুক্ত হবে।

টিপস : শশার পেস্ট:

শশা খোসাসহ পাতলা করে কেটে নিন। ব্লেন্ডারে শশা ও পানি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। ব্রাশের সাহায্যে যেখানে যেখানে তেলাপোকা/ছারপোকার উপদ্রব বেশি সেখানে শশার পেস্ট লাগিয়ে দিন। পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলুন। তেলাপোকা/ছারপোকার উপদ্রব কমে গেলে কিছুদিন পর পর পেস্ট লাগালেও হবে। বেশি ঘন বা পাতলা না করে মাঝারি ঘনত্বের পেস্ট তৈরি করুন। ব্যবহারের পর অবশিষ্ট পেস্ট ফ্রিজের বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

এই দুটি টিপস ১০০% কার্যকরী। নিয়মিত ব্যবহার করলে ঘর থেকে তেলাপোকা/ছারপোকা দূর হবে এবং আর ফিরে আসবে না। শিশুদের নাগালের বাইরে স্প্রে ও পেস্ট রাখুন। ত্বকের সংস্পর্শে এলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

Comment / Reply From