Dark Mode
Image
  • Monday, 28 October 2024
১০,১০০ ফুট লম্বা নুডলস: চিনের অভিনব উদ্যোগ!

১০,১০০ ফুট লম্বা নুডলস: চিনের অভিনব উদ্যোগ!

নুডলস, আমাদের সকলের প্রিয় খাবার, যা দীর্ঘ জীবনের প্রতীক হিসেবে চিনে বিশ্বাস করা হয়। এই বিশ্বাসের অনুপ্রেরণায় চিনের একটি সংস্থা তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম নুডলস যা ১০,১০০ ফুট লম্বা!

২০০১ সালে জাপানে তৈরি ১৮০০ ফুট লম্বা নুডলসের রেকর্ড ভেঙে দিয়েছে এই অভাবনীয় নুডলস। ৪০ কেজি ময়দা, ২৭ লিটার পানি এবং পরিমাণমত লবণ ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই বিশালাকার নুডলস।

১৭ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর তৈরি এই নুডলস তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে।

চিনের বাসিন্দাদের ধারণা, নুডলস দীর্ঘ জীবনের প্রতীক। এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি করা হয়েছে এই দীর্ঘতম নুডলস।

রান্নার পর রসুন, ডিম এবং টমেটো দিয়ে সুস্বাদু করে তোলা হয় এই নুডলস এবং পরিবেশন করা হয় নির্মাতা প্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের জন্য।

এই অভিনব উদ্যোগ চীনের খাদ্য সংস্কৃতি এবং তাদের দীর্ঘ জীবনের প্রতি বিশ্বাসের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করে।

Comment / Reply From