Dark Mode
Image
  • Monday, 28 October 2024
সিভি কেমন হবে তা নিয়ে শঙ্কিত! কিছু পরামর্শ

সিভি কেমন হবে তা নিয়ে শঙ্কিত! কিছু পরামর্শ

২০২০ সাল থেকে জব পেতে হলে সিভি এবং জবে আবেদন করার গুরুত্বপূর্ণ ২০ টি উপদেশ যা আপনাকে মেনে চলতে হবে। শেষে পাবেন ১ টি বোনাস ইন্টারভিউ টিপস।

১। সিভি সেন্ড করার সময় ইমেইলের subject line খালি রাখা যাবে না। অবশ্যই subject line এ position title লিখতে হবে। যেমন -Applying for the position of MTO.Applying for the post of Senior Executive.Referral from sazzat Hoque, candidate for senior merchandiser.

২। সিভি ফাইল সব সময় PDF হিসেবে পাঠাতে হবে।

৩। প্রফেশনাল ইমেইল আইডি ব্যবহার করতে হবে। ফেক কিংবা অদ্ভুত নামের ইমেইল আইডি যেমন angel@gmail.com, bekarchele@yahoo.com দিয়ে আবেদন করলে আপনার সিভি খুলে ও দেখা হবে না।

৪। CV file কে সুন্দরভাবে নামকরণ করতে হবে । যেমন ✔ Dipto_NSU_MBA ✔ Sazzat_Sales Manager_ABC company ✔ Kabir_10_years_experienced ....................... যেভাবে নামকরণ করা যাবে না ✖ my_cv ✖ CV of sazzat ✖ updated final CV

৫। অনেকেই মনে করেন fancy font ব্যবহার করলে CV/resume হয়তো অনেক সুন্দর হবে। তাই fancy font use করে থাকেন কিন্ত এটি ভুল এবং প্রফেশনাল নয়। সুতরাং Do not use fancy font in your CV/resume

৬। অভিজ্ঞতা এবং ইনফরমেশন কম হলে font size ১২ এবং অভিজ্ঞতা এবং ইনফরমেশন বেশি হলে font size 11 ব্যবহার করতে হবে। সিভির প্রথম থেকে শেষ পর্যন্ত same size font ব্যবহার করতে হবে। heading /Title সব গুলোর সাইজ বড় হবে।

৭। সিভি তে ফরমাল এবং আপডেট ছবি দিতে হবে। অনেক বছর আগের ছবি, সেলফি কিংবা ক্যাজুয়াল ছবি দেওয়া যাবে না।

৮। সিভির উপরে বড় করে বোল্ড করে curriculum vitae or resume of your name লিখা যাবে না। কারন আপনার কাছে সিভি চাইলে সিভি এবং রিজিউমি চাইলে রিজিউমি পাঠাতে হবে। bio-data ব্যবহার হবে শুধু মাত্র শুভ কাজে ( বিবাহ )। 

৯। সিভির সাথে cover letter দিতে হবে। cover letter ২ ভাবে দিতে পারেন। ইমেইলের বডি পার্টে দিতে পারেন অথবা সিভি এবং কাভার লেটার একসাথে দিতে পারেন।

১০। সিভিতে অযথা পারসোনাল ইনফরমেশন দিয়ে আপনার সিভির মান কমাবেন না। যেমন আপনি পুরুষ নাকি নারী তা আপনার নাম & পিকচার দেখেই বুঝা যায়। তাই আলাদা করে বাবা মার নাম,জেন্ডার, ধর্ম এইসব মেনশন করা বোকামি। সিভি তে বর্তমান ও স্থায়ী ঠিকানা যুক্ত করবেন।

১১। Achievement based সিভি/ রিজিউমি তৈরি করতে হবে। একগাদা responsibility দিয়ে সিভি / রিজিউমি কে রিপোর্ট এর মত বোরিং বানানোর দিন এখন আর নেই।

১২। দেশের বাহিরে আবেদন করার সময় অবশ্যই সিভিতে skype id যুক্ত করবেন কারন অনেক সময় skype দিয়ে লাইভ video call দিয়ে interview নেওয়া হয় এবং আপনার ফোন নং ✆ এ country code +88 যুক্ত করবেন।

১৩।আধুনিক যুগে সব ই পরিবর্তন হচ্ছে । তাই আপনার ফরম্যাট টি ও হতে হবে ইউনিক। পুরাতন ফটোকপি দোকানের মত সাদা কালো ফরম্যাট দিয়ে নিজের দাম কমাবেন না দয়া করে। সিভি কালার প্রিন্ট করবেন অবশ্যই।

১৪। সিভি কোন প্রেম পত্র নয়। তাই ইচ্ছেমতো বড় করা যাবে না। আপনার সিভিটি ২ পেজের মধ্যে সম্পুর্ন করুন। আপনার অভিজ্ঞতা অনেক বেশি হলে সর্বোচ্চ ৩ পেজে শেষ করুন।

১৫। জবে আবেদন করার সময় যখন আপনি email এ সিভি সেন্ড করবেন, তখন কখনো মেইল forward করবেন না। মানে হচ্ছে আগে কোন কোম্পানিতে সিভি সেন্ড করেছেন সেই সিভিটি অন্য জব এ পুনরায় forward করবেন না । নতুন ভাবে সিভির ফাইল টি আপলোড করে নতুন ভাবে আবেদন করুন ।

১৬। জব পজিশন অনুযায়ী আপনার সিভি তে key words ব্যবহার করতে হবে। যাতে ATS screening করলেও আপনার সিভি রিজেক্ট না হয়।

১৭। Job খুজে পাওয়া এবং Networking করার অন্যতম ২ টি মাধ্যম হলো LinkedIn & bdjobs। তাই প্রফেশনাল ভাবে নিয়মিত আপডেট করে রাখতে হবে এই ২ টি প্রোফাইল।

১৮। বানিয়ে বানিয়ে ইনফরমেশন দেওয়া যাবে না, মিথ্যা ইনফরমেশন পরিহার করতে হবে। গ্রামার ভুল, স্পেলিং মিসটেক করা যাবে না। cvwriter.bd@gmail.com তে মেইল করে আপনার সিভি ফ্রি চেক করে নিতে পারেন ।

১৯। সিভি তে ২ টি রেফেরেন্স যুক্ত করতে পারেন। কিন্ত আত্মীয়, মামা, চাচা দের রেফেরেন্স না দিয়ে একাডেমিক কিংবা করপোরেট কারো রেফেরেন্স দিবেন। এবং অবশ্যই আপনার রেফেরেন্স কে জানিয়ে রাখবেন যাতে নিয়োগদাতা কল করে আপনার ব্যপারে জানতে চাইলে বলতে পারে।

২০। সিভি / রিজিউমির শেষে declaration দেওয়ার প্রয়োজন নেই।বোনাস ১টি ইন্টারভিউ টিপস - ইন্টারভিউতে বাংলায় প্রশ্ন করা হলে বাংলায় জবাব দিবেন এবং ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর করবেন। যদি panel interview হয়, সবার সাথে আপনার eye contact হচ্ছে, তা নিশ্চিত করতে হবে আপনাকে। টেবিলের উপরে হাত রাখবেন না। হাত আপনার পায়ের উপর রাখবেন। সাবলীল ভাবে বসবেন। রোবটের মতো যেন না লাগে।

সাজ্জাদ হক 


প্রিয় পাঠক, আপনিও হয়ে উঠুন অবসর সময়ের অনলাইন সাংবাদিক। আপনার লেখালেখির প্রতিভা কে অবসর সময়কে কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন রকমারি নিউজ এর অনলাইন সাংবাদিক। লাইফ স্টাইল , ব্যবসা , উদ্যোগ , সচেতনতা, ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ অভিজ্ঞতা , নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস, লেখাপড়া , গুজব কোন সংবাদ, তাৎক্ষণিক কোন ঘটনা বা অভিজ্ঞতা ইত্যাদি যে কোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও ভিডিও সহ (যদি থাকে) ইমেইল করুন এই ঠিকানায় - info@rokomari.news। লেখাটি আপনার নামে প্রকাশ করা হবে। আপনার সেই লেখার লিংক সহজেই সবাইকে শেয়ার করে দিতে পারবেন। এছাড়া, ইমেইল না করেও আপনি খুব সহজে রকমারি অনলাইন পোর্টালে লেখা সাবমিট করে দিতে পারবেন । আপনার প্রতিটি লেখা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনলাইন পোর্টাল এ লেখা সাবমিট করতে এখানে Click করুন Submit News

Comment / Reply From