অফিস রাজনীতির ভিড়ে নিরাপদ থাকার ১০টি কার্যকর কৌশল
কর্মক্ষেত্রে দক্ষতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজেকে নিরাপদ ও মানসিকভাবে স্থিতিশীল রাখা আরও জরুরি। অফিস রাজনীতি, গসিপ কিংবা ভুল বোঝাবুঝি অনেক সময় ক্যারিয়ারে অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি করে। কিছু সচেতন অভ্যাস মেনে চললে সহজেই এসব ঝুঁকি এড়িয়ে কর্মক্ষেত্রে নিজেকে ‘সেইফ’ রাখা সম্ভব।
১. পেশাদার আচরণ বজায় রাখুন
সময়মতো দায়িত্ব পালন করুন, কাজে পূর্ণ মনোযোগ দিন। কে কী বলল বা করল—সেসব নিয়ে না ভেবে নিজের দায়িত্বে মন দিন। ব্যক্তিগত বিষয় অফিসে টেনে আনা থেকে বিরত থাকুন।
২. কম কথা, বেশি কাজের নীতিতে চলুন
অফিস গসিপ বা কানাঘুষা থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় কথা যত কম বলবেন, সমস্যায় পড়ার ঝুঁকিও তত কমবে।
৩. কৌশলী হোন, কিন্তু সন্দেহপ্রবণ নন
সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। আবার অকারণে সন্দেহ করলেও মানসিক অস্থিরতা বাড়ে। ভারসাম্য বজায় রাখুন।
৪. দলবাজি এড়িয়ে সবার প্রতি সম্মান দেখান
কোনো নির্দিষ্ট গ্রুপ বা পক্ষের সঙ্গে নিজেকে জড়াবেন না। সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার সম্পর্ক বজায় রাখুন।
৫. নিজের সীমা নির্ধারণ করুন
সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। প্রয়োজন হলে স্পষ্টভাবে ‘না’ বলতে শিখুন। কে আপনার সময় ও শক্তি অপচয় করছে, তা বুঝে নিন।
৬. আবেগ নয়, যুক্তি দিয়ে প্রতিক্রিয়া জানান
কারও কথায় উত্তেজিত হয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। ঠান্ডা মাথায় বিষয়টি বিশ্লেষণ করুন এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
৭. দক্ষতা বাড়ান ও নিজেকে আপডেট রাখুন
কাজে দক্ষ হলে কেউ সহজে আপনাকে দুর্বল করতে পারবে না। শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিয়মিত নতুন স্কিল শেখা, ট্রেনিং ও সার্টিফিকেট অর্জনের দিকে মনোযোগ দিন।
৮. নম্র থাকুন, আত্মমর্যাদা বজায় রেখে
নম্রতা মানে সব বিষয়ে সম্মতি দেওয়া নয়। ভিন্নমত থাকলে সেটিও ভদ্রভাবে প্রকাশ করুন। বিনয় ও ভদ্রতা আপনাকে দীর্ঘ পথ এগিয়ে নেবে।
৯. একজন মেন্টর বা বিশ্বাসযোগ্য সহকর্মী রাখুন
যার সঙ্গে খোলামেলা কথা বলা যায়—এমন একজন মানুষ কর্মক্ষেত্রে মানসিক সহায়তা দিতে পারে।
১০. মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন
অফিসের চাপ যেন বাসায় না পৌঁছায়। পরিবার, প্রার্থনা, পর্যাপ্ত ঘুম ও নিজের ভালো লাগার কাজে সময় দিন।
কর্মক্ষেত্রে টিকে থাকতে শুধু পরিশ্রম নয়, প্রয়োজন সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণ। এই কৌশলগুলো মেনে চললে ক্যারিয়ার হবে আরও নিরাপদ ও সুস্থ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!