Dark Mode
Image
  • Tuesday, 07 January 2025
ইন্টারভিউ কল পাওয়া, না পাওয়া এবং হতাশা

ইন্টারভিউ কল পাওয়া, না পাওয়া এবং হতাশা

পড়াশোনা শেষ করে চাকরি খোঁজার সময়টুকু সম্ভবত জীবনের সবচেয়ে কঠিন সময়। যারা কাঙ্ক্ষিত চাকরি পান তাদের যেমন আনন্দের সীমা থাকে না তেমনি যারা চাকরি পান না তাদের হতাশা ক্রমেই বাড়তে থাকে। চাকরির তীব্র প্রতিযোগিতায় জেতা খুবই কঠিন, তবে অসম্ভব নয়। এতগুলো বছর পড়াশোনার পর চাকরি না পেলে, নানা জনের নানান কথা শুনতে হয়। পরিবার আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। কিন্তু আপনি তো আর বসে নেই, অবিরাম চেষ্টা করেই যাচ্ছেন। এইদিকে ইন্টারভিউর কল না পাওয়ার কারণও বুঝতে পারছেন না।   চাকরিপ্রার্থীদের একটা সাধারণ অভিযোগ হলো চাকরীদাতার কাছ থেকে ইন্টারভিউ এর জন্য কল আসছে না। অভিযোগ টা সাধারণ হলেও বিষয়টা অনেক গুরত্বপূর্ণ।বর্তমানে প্রায়ই দেখা যায়, চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে  ১টি পদের বিপরীতে চাকরির আবেদন পড়ে  ৫০০-৭০০ টি। এর মধ্যে চাকরিদাতা সর্বোচ্চ ৫০/৬০ টি সিভি খুলে দেখে এবং অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে কর্মী নিয়োগ দেয়। ফলে যারা ইন্টারভিউ কল পাচ্ছে না, তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।

ইন্টারভিউর কল না পাওয়ার অসংখ্য কারণের মধ্য থেকে জেনে নিন কয়েকটি উল্লেখযোগ্য কারন এবং করনীয় বিষয়সমুহ:

• বছরে ১ বারও আপনি সিভি টা আপডেট করলেন না এমন যেন না হয়।  অন্তত ৬ মাস বা ১ বছরে হলেও নিয়মিত সিভি আপডেট করতে হবে

• সিভিতে অবশ্যই সঠিক ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে, অনেকেই দেখা যায় এমন কিছু ব্যতিক্রমী শব্দ ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস তৈরি করে, যা চাকরি দাতার কাছে দৃষ্টিকটু হতে পারে । তাই ইমেইল অ্যাড্রেস এর ক্ষেত্রে নিজের নাম ব্যবহার করে তৈরি করাই উত্তম

• সঠিক ফোন নাম্বার ব্যবহার করতে হবে যে নাম্বার এ কল করলে আপনাকে সময়মত পাওয়া যাবে

• সিভি অবশ্যই পরিপূর্ণ হতে হবে

• চাকরির বিজ্ঞপ্তির প্রয়োজনীয় বিষয়বস্তুর সাথে সিভির বিষয়বস্তুর অবশ্যই মিল থাকতে হবে

• আপনার সিভিতে আপনার অভিজ্ঞতা এবং এমপ্লোয়ার যা চাচ্ছে তাতে মিল কতটুকু আছে তা ভাল করে দেখে নিন

• চাকরির বিষয়বস্তুর সাথে অভিজ্ঞতা ও রেসপন্সিবিলিটি যতো কাছাকাছি থাকবে, ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা ততো বেশি থাকবেকোথাও আবেদনের পূর্বে অবশ্যই চাকরির বিষয়বস্তু খুব ভাল করে পড়ে নিতে হবে। আবেগের বশে ঢালাওভাবে আবেদন না করে বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে চাকরির আবেদন করুন। এতে করে অযথা হতাশা সৃষ্টি হবে না।


প্রিয় পাঠক, আপনিও হয়ে উঠুন অবসর সময়ের অনলাইন সাংবাদিক। আপনার লেখালেখির প্রতিভা কে অবসর সময়কে কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন রকমারি নিউজ এর অনলাইন সাংবাদিক। লাইফ স্টাইল , ব্যবসা , উদ্যোগ , সচেতনতা, ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ অভিজ্ঞতা , নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস, লেখাপড়া , গুজব কোন সংবাদ, তাৎক্ষণিক কোন ঘটনা বা অভিজ্ঞতা ইত্যাদি যে কোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও ভিডিও সহ (যদি থাকে) ইমেইল করুন এই ঠিকানায় - info@rokomari.news। লেখাটি আপনার নামে প্রকাশ করা হবে। আপনার সেই লেখার লিংক সহজেই সবাইকে শেয়ার করে দিতে পারবেন। এছাড়া, ইমেইল না করেও আপনি খুব সহজে রকমারি অনলাইন পোর্টালে লেখা সাবমিট করে দিতে পারবেন । আপনার প্রতিটি লেখা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনলাইন পোর্টাল এ লেখা সাবমিট করতে এখানে Click করুন Submit News

Comment / Reply From