স্কলারশিপ সম্পর্কিত খুঁটিনাটি বিষয়াবলী
স্কলারশিপ অনেকের কাছে একটি স্বপ্নের নাম। সাধারণত প্রতিটি ভালো শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার। তাই বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ভালো শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা দিয়ে থাকে৷ স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যেও রয়েছে নানারকম স্কলারশিপের ব্যবস্থা। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী মাধ্যমিক বা তার পর থেকে স্কলারশিপ নিয়ে থাকে।তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেকেরই স্বপ্ন হয়ে যায় স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়া। কিন্তু আমাদের দেশের অনেক শিক্ষার্থীই সঠিক সময়ে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানে না। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই আবেদন করতে পারেনা। তাই আমাদের প্রত্যেকের এই বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক স্কলারশিপ সম্পর্কিত সাধারণ বিষয়াবলী।যেমন হবে স্কলারশিপের ধরণঃসাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উন্নত সংস্থা ও বিশ্ববিদ্যালয় কিছু মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করে থাকে। এক্ষেত্রে স্কলারশিপ দাতা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কিছু শর্ত থাকে। তাই আপনকে তাদের নির্ধারিত শর্ত ও যোগ্যতার মান পূরণ করে সেই স্কলারশিপে অংশগ্রহণ করতে হবে। যেমন শিক্ষাগত অর্জন বা যোগ্যতা অথবা বিশেষ কোনো প্রতিভা, বৈশিষ্ট্য বা আগ্রহের সংমিশ্রণের ভিত্তিতে মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য স্কলারশিপগুলো আর্থিক প্রয়োজনের উপর ভিত্তি করে প্রদান করা হয়ে থাকে।আবার কিছু কিছু স্কলারশিপ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের শিক্ষার্থীদের দেওয়া হয়। যেমন শুধুমাত্র মহিলা বা স্নাতক শিক্ষার্থীদের জন্যে বিশেষ কিছু স্কলারশিপ রয়েছে। কিছু ক্ষেত্রে স্কলারশিপ দাতা প্রতিষ্ঠানে আপনি অথবা আপনার মা-বাবা কাজ করলেও স্কলারশিপ পাওয়া যায়। তাছাড়া কিছু স্কলারশিপ পরিবারিক পটভূমির উপর ভিত্তি করেও দেওয়া হয়। উদাহরণস্বরূপ: সামরিক পরিবারগুলোর জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।স্কলারশিপের মাধ্যমে সাধারণত বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়। সেটা হতে পারে আপনার পড়ালেখার পুরো খরচ অথবা কয়েকশত ডলার এককালীন পুরষ্কার। তবে যেভাবেই হোক না কেন স্কলারশিপের জন্য আবেদন করার বিশেষ কারণ হলো, এটি আপনার শিক্ষার ব্যয় হ্রাস করতে সহায়তা করবে।আপনি যেভাবে স্কলারশিপ পেতে পারেনঃস্কলারশিপ পেতে হলে সর্বপ্রথম এটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। এর জন্য আপনি যেই প্রতিষ্ঠানে যোগদানের পরিকল্পনা করছেন সেখানকার আর্থিক সহায়তা বিভাগে যোগাযোগ করা এবং পাবলিক লাইব্রেরি বা অনলাইনে তথ্য যাচাই করা সহ বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। কিন্তু এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কেননা আজকাল কিছু অসাধু প্রতিষ্ঠান স্কলারশিপের নামে বিভ্রান্ত করে সাধারণ মানুষদের নানা রকম ফাঁদে ফেলছে ৷ তাই স্কলারশিপের সামগ্রিক তথ্য এবং প্রস্তাবগুলো বৈধ কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। অবশ্যই মনে রাখবেন যে স্কলারশিপ বা অন্যান্য আর্থিক সহায়তার জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। স্কলারশিপ অনুসন্ধানের জন্য নিম্নলিখিত ডাটাবেসগুলো ব্যবহার করতে পারেনকলেজ/বিশ্ববিদ্যালয় বোর্ড স্কলারশিপ অনুসন্ধানScholarships.comUnigo ইত্যাদিস্কলারশিপের জন্য কখন আবেদন করবেনঃএটি প্রতিটি স্কলারশিপের নির্ধারিত সময়সীমার উপর নির্ভর করে। সাধারণত কলেজের প্রথম বর্ষের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়৷ সুতরাং আপনাকে আপনার শিক্ষাগত অবস্থান বিবেচনা করে এবং স্কলারশিপের যাবতীয় বিষয়াদি গবেষণা করে স্কলারশিপের জন্য আবেদন করা উচিত। তবে যদি আপনি কোনো স্কলারশিপ সুবিধা মিস করে থাকেন তবে হাল ছেড়ে দেবেন না। বরং এখন কোনটিতে আবেদন করার যোগ্যতা বা সুযোগ আছে তা খুঁজে দেখুন।স্কলারশিপের জন্য যেভাবে আবেদন করবেনঃপ্রতিটি স্কলারশিপের একটি নিজস্ব আবেদন প্রক্রিয়া থাকে। আপনি যেই স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেটির ওয়েবসাইট থেকেই আপনি উক্ত স্কলারশিপের জন্য যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। কিছু স্থানীয় সংস্থা বা প্রতিষ্ঠান আপনাকে আবেদনপত্র পূরণ করতে বলবে। তবে বেশিরভাগ আবেদনপত্র অনলাইনেই ফাইল করা হয়।সাধারণ একাডেমিক-ভিত্তিক স্কলারশিপগুলোর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণের প্রয়োজন হয়, পাশাপাশি কোনো প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে একটি প্রবন্ধও প্রয়োজন হয়।তাছাড়া ক্রীড়াবিষয়ক এবং প্রতিভা ভিত্তিক স্কলারশিপের ক্ষেত্রেও আপনাকে আপনার দক্ষতার প্রমাণ সরবরাহ করতে বলবে। যেমন আপনার একটি লাইভ পারফরম্যান্স, একটি পোর্টফোলিও বা আপনার ক্রীড়াবিষয়ক সাফল্যের চলচ্চিত্র ইত্যাদি হতে পারে।তাই আপনি আপনার আবেদন পত্রটি মনোযোগ সহকারে পড়ুন, তা পুরোপুরি পূরণ করুন এবং নিশ্চিত করুন যে আবেদনের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদনপত্রটি স্কলারশিপ দাতার নিকট পৌঁছাবে।স্কলারশিপের অর্থ যেভাবে পাবেনঃএটি সম্পূর্ণভাবে স্কলারশিপ দাতা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। কিছু প্রতিষ্ঠান এই অর্থটি সরাসরি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারে। যেখানে এটি আপনার কোনো ফি বা অন্যান্য পরিমাণে দেওয়া হবে এবং তারপর অবশিষ্ট কোনো তহবিলের জন্য দেওয়া হবে। আবার কিছু প্রতিষ্ঠান সরাসরি চেকের মাধ্যমে অর্থটি প্রেরণ করতে পারে। তবে আপনার উচিত স্কলারশিপ পাওয়ার পর তাদেরকে জানানো যে, আপনি কোন মাধ্যমে অর্থটি গ্রহণ করতে চান। তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যায় পড়তে হবে না।স্কলারশিপ যেভাবে অন্যান্য শিক্ষার্থীদের সহায়তা করেঃস্কলারশিপ পেতে হলে প্রয়োজন যোগ্যতা ও প্রতিভা। কারণ যেকোনো স্কলারশিপ দাতা প্রতিষ্ঠান একজন ভালো শিক্ষার্থীকেই স্কলারশিপ দিয়ে থাকে, যেন সে পড়াশোনা করে ভালো কিছু করতে পারে। তার প্রতিভার আলো যেন অর্থ বা অবস্থানের অভাবে নিভে না যায়। যখন একজন ভালো শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে, তখন স্বাভাবিকভাবেই অন্যরা অনুপ্রাণিত হবে। তারাও চাইবে স্কলারশিপের জন্য যোগ্যতা অর্জন করতে। অর্থাৎ স্কলারশিপ তাদের উৎসাহকে প্রভাবিত করার মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করবে।
প্রিয় পাঠক, আপনিও হয়ে উঠুন অবসর সময়ের অনলাইন সাংবাদিক। আপনার লেখালেখির প্রতিভা কে অবসর সময়কে কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন রকমারি নিউজ এর অনলাইন সাংবাদিক। লাইফ স্টাইল , ব্যবসা , উদ্যোগ , সচেতনতা, ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ অভিজ্ঞতা , নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস, লেখাপড়া , গুজব কোন সংবাদ, তাৎক্ষণিক কোন ঘটনা বা অভিজ্ঞতা ইত্যাদি যে কোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও ভিডিও সহ (যদি থাকে) ইমেইল করুন এই ঠিকানায় - info@rokomari.news। লেখাটি আপনার নামে প্রকাশ করা হবে। আপনার সেই লেখার লিংক সহজেই সবাইকে শেয়ার করে দিতে পারবেন। এছাড়া, ইমেইল না করেও আপনি খুব সহজে রকমারি অনলাইন পোর্টালে লেখা সাবমিট করে দিতে পারবেন । আপনার প্রতিটি লেখা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনলাইন পোর্টাল এ লেখা সাবমিট করতে এখানে Click করুন Submit News
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!