Dark Mode
Image
  • Thursday, 29 January 2026
ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখতে ৫টি জরুরি পরামর্শ

ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখতে ৫টি জরুরি পরামর্শ

শীত বা গরম—যেকোনো মৌসুমেই বাইরে বের হলে জামাকাপড় দ্রুত পরিষ্কার করা এখন জরুরি হয়ে পড়েছে। বাইরে পরা কাপড় না কেচে আলমারিতে রাখা স্বাস্থ্যসম্মত নয়। ফলে আগের তুলনায় ওয়াশিং মেশিনের ব্যবহার অনেক বেড়েছে। তবে সঠিক যত্ন না নিলে এই প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্রটি দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কিছু সহজ অভ্যাস মেনে চললে ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

বাথরুমে ওয়াশিং মেশিন রাখবেন না
ওয়াশিং মেশিন সব সময় শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। বাথরুমে রাখলে পানির ছিটা ও বাষ্প মেশিনের বৈদ্যুতিক অংশে ক্ষতি করতে পারে, যা এর স্থায়িত্ব কমিয়ে দেয়।

খর পানি ব্যবহার এড়িয়ে চলুন
মাটির গভীর থেকে আসা খর পানিতে অতিরিক্ত খনিজ লবণ ও মিনারেল থাকে। এতে সাবানের ফেনা ঠিকভাবে তৈরি হয় না এবং কাপড় পরিষ্কারও ভালো হয় না। দীর্ঘদিন খর পানি ব্যবহার করলে মেশিনের ভেতরের অংশে ক্ষতি হতে পারে। প্রয়োজনে পানির ছাকনি ব্যবহার করা যেতে পারে।

কাপড় দেওয়ার আগে পকেট পরীক্ষা করুন
জামাকাপড় কাচার আগে অবশ্যই পকেট ভালোভাবে দেখে নিন। অনেক সময় টাকা-পয়সা, চাবি কিংবা মোবাইল থেকে যায়, যা ওয়াশিং মেশিনের ড্রাম ও অন্যান্য অংশে মারাত্মক ক্ষতি করতে পারে।

ভেজা কাপড় মেশিনে ফেলে রাখবেন না
দাগ তোলার জন্য কাপড় ভিজিয়ে রাখতে হলে তা বালতিতে রাখুন। ভেজা কাপড় দীর্ঘ সময় ওয়াশিং মেশিনে রেখে দিলে দুর্গন্ধ তৈরি হয় এবং মেশিনের ভেতরে জীবাণু জন্মাতে পারে।

সাবান ব্যবহারে পরিমিত থাকুন
বেশি সাবান দিলে কাপড় দ্রুত পরিষ্কার হবে—এই ধারণা ভুল। অতিরিক্ত সাবান থেকে অপ্রয়োজনীয় ফেনা তৈরি হয়, যা মেশিনের পানি নিষ্কাশন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ধীরে ধীরে মেশিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ায়।

Comment / Reply From