নতুন বছর শুরু হোক অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে
বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যেই ঘর গুছিয়ে নতুনভাবে শুরু করার ইচ্ছা জাগে। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেললে শুধু ঘরই নয়, মনও হালকা হয়। নতুন বছরকে স্বচ্ছ ও ইতিবাচকভাবে শুরু করতে এখনই সময় ঘর থেকে বাড়তি বোঝা ঝেড়ে ফেলার। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন জিনিস নতুন বছর আসার আগে বাদ দেওয়া উচিত।
### অব্যবহৃত পোশাক
যে পোশাকগুলো বছরের পর বছর আলমারিতে ঝুলে আছে, কিন্তু পরা হয় না—সেগুলো রেখে দেওয়ার প্রয়োজন নেই। এসব পোশাক দান করে দিতে পারেন এমন মানুষের কাছে, যাদের সত্যিই দরকার।
### নষ্ট বা ভাঙা ইলেকট্রনিক সামগ্রী
পুরনো মোবাইল ফোন, কাজ না করা রিমোট বা নষ্ট গ্যাজেট ঘরে জমিয়ে রাখলে জায়গা নষ্ট হয়। প্রয়োজন না থাকলে এগুলো নিরাপদভাবে রিসাইকেল বা ফেলে দিন।
### ফোনের অগোছালো স্ক্রিন
দিনের বড় একটি সময় আমরা স্মার্টফোনে কাটাই। অপ্রয়োজনীয় অ্যাপ, অগণিত ছবি ও এলোমেলো ফোল্ডার ফোন ব্যবহারে বিরক্তির কারণ হয়। তাই নতুন বছরের আগে ফোনের স্ক্রিন ও স্টোরেজ পরিষ্কার করে ফেলুন।
### প্রাক্তনের স্মৃতিচিহ্ন
যাঁদের সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই, তাঁদের দেওয়া উপহার বা জিনিস ধরে রাখলে মানসিক অস্বস্তি বাড়ে। অতীতকে মনে রাখলেও বর্তমানকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়াই ভালো।
### পুরনো ও অপ্রয়োজনীয় কাগজপত্র
ড্রয়ারে জমে থাকা পুরনো খবরের কাগজ, বিল বা অপ্রয়োজনীয় নথি ফেলে দিন। এতে ঘর যেমন পরিষ্কার থাকবে, তেমনি মানসিক চাপও কমবে।
### রান্নাঘরের অব্যবহৃত সামগ্রী
অতিরিক্ত বাসন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার না হওয়া রান্নাঘরের জিনিসপত্র জায়গা দখল করে রাখে। বছর শেষের আগেই এগুলো বাছাই করে সরিয়ে ফেলুন।
### মেয়াদোত্তীর্ণ প্রসাধনী
ব্যবহার অনুপযোগী বা মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ঘরে রাখা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই সময়মতো এগুলো ফেলে দিন।
### অব্যবহৃত আসবাবপত্র
যে আসবাবপত্র কোনো কাজে আসে না বা ঘরের সৌন্দর্য নষ্ট করে, সেগুলো সরিয়ে ফেললে ঘর আরও খোলামেলা ও সাজানো দেখাবে।
### উপসংহার
নতুন বছর মানেই নতুন শুরু। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ঘর ও মন দুটোই হালকা করুন। তাতেই নতুন বছর শুরু হবে আরও ইতিবাচকভাবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!