রুম হিটার ছাড়াই শীতে ঘর উষ্ণ রাখার সহজ কৌশল
তীব্র শীতে রুম হিটার নিঃসন্দেহে আরামদায়ক একটি সমাধান। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি, বিদ্যুৎ খরচ কিংবা সবার পক্ষে এই যন্ত্রের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় অনেকেই বিকল্প উপায় খোঁজেন। প্রশ্ন হলো—রুম হিটার ছাড়াই কি ঘর উষ্ণ রাখা সম্ভব?
স্থপতি তাসনিম তূর্যি (প্রতিষ্ঠাতা, সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সি)-এর পরামর্শ অনুযায়ী, কিছু সচেতন ব্যবস্থাপনার মাধ্যমে ঘরের পরিবেশ বেশ আরামদায়ক রাখা যায়।
🪟 ভারী পর্দার ব্যবহার
শীতের সময় জানালা ও দরজায় ভারী পর্দা ব্যবহার করা জরুরি। বিকেলের শেষ দিকেই পর্দা টেনে দিলে বাইরের ঠান্ডা হাওয়া ঢোকা কমে যায়। আবার দিনের বেলায় রোদ উঠলে পর্দা সরিয়ে ঘরে সূর্যের আলো ঢুকতে দিলে প্রাকৃতিক উষ্ণতা পাওয়া যায়।
🚪 জানালা-দরজা ও দেয়ালের ফাঁক বন্ধ করুন
অনেক সময় জানালা বা কাচের দরজা বন্ধ করার পরও ফ্রেমের পাশে ছোট ফাঁক থেকে ঠান্ডা বাতাস ঢোকে। এসব জায়গায় রাবার স্ট্রিপ লাগানো যেতে পারে।
দীর্ঘদিন ব্যবহারে দেয়াল বা দরজার ফ্রেমে ফাটল তৈরি হলে প্লাস্টার করে নেওয়া ভালো। দেয়ালের ছোট ছিদ্রও ঘরের উষ্ণতা কমিয়ে দেয়—এগুলো অবহেলা করবেন না।
💡 আলোও দেয় উষ্ণতার অনুভূতি
অন্ধকার ঘর তুলনামূলক বেশি ঠান্ডা মনে হয়। তাই শীতে উজ্জ্বল আলো ব্যবহার করা ভালো। পড়ালেখা বা কাজের জায়গায় অতিরিক্ত একটি বাতির ব্যবস্থা করলে আলো থেকে সামান্য উষ্ণতাও পাওয়া যায়।
🛋️ আসবাব ও কাপড়ের বুদ্ধিমান ব্যবহার
বিছানায় বাড়তি চাদর, সোফায় থ্রোস ব্যবহার করতে পারেন। তবে সুতি কাপড় শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাই উল বা পশমি কাপড় বেশি আরামদায়ক।
এ ছাড়া শীতকালে জানালা বা দরজার কাছাকাছি বসার ব্যবস্থা না রেখে ঘরের ভেতরের অংশে আসবাব সরিয়ে নিলেও ঠান্ডা কম অনুভূত হয়।
🧣 আরও কিছু কার্যকর টিপস
রান্নার সময় রান্নাঘরের দরজা খোলা রাখলে উষ্ণতা অন্য ঘরে ছড়িয়ে পড়ে
মেঝেতে কার্পেট, শতরঞ্জি বা পশমি পাপোশ ব্যবহার করুন
বিছানার পাশে পাপোশ রাখুন, যেন ঠান্ডা মেঝেতে পা না পড়ে
দেয়াল, পর্দা বা আসবাবে হলুদ, কমলা, লাল—এ ধরনের উষ্ণ রঙ ব্যবহার করলে ঘর আরও আরামদায়ক মনে হয়
যেসব ঘর কম ব্যবহার হয়, সেগুলোর দরজা বন্ধ রাখুন
🔚 শেষ কথা
ঘর উষ্ণ রাখার পাশাপাশি শরীরের তাপ ধরে রাখাও জরুরি। শীতের উপযোগী পোশাক, একাধিক স্তরের জামা, মোজা ও হাতমোজা ব্যবহার করুন। সঙ্গে রাখুন উষ্ণ পানীয় বা স্যুপের মতো পুষ্টিকর তরল খাবার—এতেই শীতের দিনগুলো হবে অনেক বেশি স্বস্তির।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!