সালমান খানের জীবনের চরম দুঃসময় এবং সুনিল শেঠির বন্ধুত্বের নজির
বলিউডের দাপুটে অভিনেতা সালমান খান, যাকে অনেকেই 'ভাইজান' নামে ডাকেন, তিনি কেবল একজন প্রভাবশালী অভিনেতাই নন, জনহিতকর কাজেও তার উদারতা বহুল পরিচিত। কিন্তু কে জানে, তার ক্যারিয়ারেও এক সময় ছিল চরম দুঃসময়, যখন নিজের জন্য একটি টি-শার্ট বা জিন্স কেনাও তার পক্ষে ছিল বিলাসিতা।
সেই দুর্দিনে সালমানের পাশে ছিলেন বলিউড তারকা সুনিল শেঠি, যিনি কেবল বন্ধুত্বের স্পর্শই দেননি, বরং তাকে আর্থিক সহায়তাও করেছিলেন। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড ২০২২-এর একটি প্রোমোতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
চলতি মাসের শুরুতে আবুধাবি শহরে আয়োজিত আইফা অ্যাওয়ার্ড ২০২২-এর প্রোমোতে দেখা যাচ্ছে, রিতেশ দেশমুখ সালমানকে জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করছেন।
সালমানের উত্তর, "একটা সময় যখন আমার কাছে কোন টাকা ছিল না, তখন একবার সুনিলের জামা-কাপড়ের দোকানে গিয়েছিলাম। খুব দামি দোকান, একটা টি-শার্ট বা একটা জিন্স কেনার থেকে বেশি টাকা সেই সময় আমার কাছে ছিল না। সুনিল বুঝেছিল আমার কাছে কোন টাকা নেই। তাই ও আমাকে তখন একটা বেশ দামি স্টোন ওয়াশড টি-শার্ট উপহার দিয়েছিল। সঙ্গে দেখেছিল একটা মানিব্যাগের দিকেও আমার চোখ গিয়েছে।"
এই কথা বলার সময় সালমানের চোখ ভিজে ওঠে। নিজেকে সামলে এগিয়ে যান মঞ্চের আরেক পাশে দাঁড়িয়ে থাকা সুনিলপুত্র আহান শেঠির দিকে। বলেন, "এরপর আমাকে বাড়ি নিয়ে যায় এবং ওই মানিব্যাগখানা দেয়।"
সালমানের এই কথা শুনে ভক্তরা বেশ আবেগপ্রবণ হয়েছেন। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, "সালমান খানেরও এমন দিন গেছে! ওয়াও সুনিল শেঠি। সুনিলের মতো বন্ধু তো সবার থাকা উচিত।"
এই ঘটনা বলিউডে বন্ধুত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সালমান খান এবং সুনিল শেঠির বন্ধুত্ব নিঃসন্দেহে অনুকরণীয়।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!