৯৮তম অস্কারের মনোনয়ন নির্ধারণে ভোটগ্রহণ শুরু
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি একাডেমি পুরস্কার বা অস্কারের ৯৮তম আসরের মনোনয়ন নির্ধারণে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। চার দিনব্যাপী এই ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্ধারিত হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে আগামী ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই একাডেমির সদস্যরা তাদের পছন্দের চলচ্চিত্র ও সংশ্লিষ্টদের জন্য ভোট দেবেন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রায় ১১ হাজার সদস্য ১৯টি ভিন্ন ভিন্ন শাখায় ভোট দিচ্ছেন। এসব ভোটের ভিত্তিতেই ঠিক হবে কোন চলচ্চিত্র, নির্মাতা ও শিল্পীরা ৯৮তম অস্কারের মনোনয়ন পাচ্ছেন।
আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা, যা নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ও আলোচনা তুঙ্গে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!