টেকটোনিক প্লেট কীভাবে জলবায়ু বদলায়?
টেকটোনিক প্লেটের নড়াচড়ায় বদলায় জলবায়ু, জানাল নতুন গবেষণা
পৃথিবীর জলবায়ু পরিবর্তনের পেছনে শুধু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড নয়, ভূপৃষ্ঠের গভীর নড়াচড়াও বড় ভূমিকা রাখে—এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। বিজ্ঞানীরা বলছেন, টেকটোনিক প্লেটের চলাচল পৃথিবীর জলবায়ু গঠনে আগের ধারণার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে।
গবেষণায় তুলে ধরা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কখনো দীর্ঘ সময় ধরে তীব্র শীতল আবহাওয়া বিরাজ করেছে, যাকে বলা হয় ‘আইসহাউস’ যুগ। আবার কখনো ছিল অত্যন্ত উষ্ণ ‘গ্রিনহাউস’ সময়কাল। এতদিন ধারণা করা হতো, এসব পরিবর্তনের প্রধান কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ওঠানামা। তবে নতুন গবেষণা বলছে, এই কার্বনের উৎস ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনেক বেশি গভীর ও জটিল।
বিজ্ঞানীদের মতে, যেখানে টেকটোনিক প্লেট একে অপরের দিকে ধাক্কা দেয়, সেখানে আগ্নেয়গিরির সারি গড়ে ওঠে। এসব আগ্নেয়গিরি থেকে শিলার ভেতরে আটকে থাকা কার্বন বের হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। একইভাবে, যেখানে প্লেটগুলো একে অপর থেকে দূরে সরে যায়—যেমন সমুদ্রের মাঝখানের রিজ বা মহাদেশীয় ফাটলে—সেখান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নির্গত হয়।
গবেষণায় আরও দেখা গেছে, মহাসাগর বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। এই কার্বন সমুদ্রতলে কার্বনসমৃদ্ধ শিলায় জমা হয় এবং হাজার হাজার বছরে পুরু স্তর তৈরি করে। পরে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে এসব শিলা আবার ভূগর্ভে প্রবেশ করে এবং একসময় সেই কার্বন পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে। এই দীর্ঘ প্রক্রিয়াকেই বিজ্ঞানীরা বলছেন ‘ডিপ কার্বন সাইকেল’।
কম্পিউটার মডেল ব্যবহার করে গবেষকেরা গত প্রায় ৫৪ কোটি বছরের জলবায়ু ইতিহাস বিশ্লেষণ করেছেন। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, উষ্ণ সময়গুলোতে পৃথিবীর অভ্যন্তর থেকে বেশি কার্বন বের হয়েছে, আর শীতল সময়গুলোতে সমুদ্রের ভেতর বেশি কার্বন আটকে পড়েছে। ফলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমে গিয়ে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পেয়েছে।
গবেষকদের আশা, এই নতুন দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন বুঝতে এবং পূর্বাভাস দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বোঝাতে সাহায্য করবে, প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো কীভাবে দীর্ঘমেয়াদে জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং মানুষের কর্মকাণ্ড সেই ভারসাম্যে কী ধরনের প্রভাব ফেলছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!