ঢাকাকে ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ
বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা এমনকি কিছু উপজেলা এলাকাতেও কোনো কোনো দিন ঢাকার চেয়ে বেশি দূষিত বাতাসে শ্বাস নিতে হচ্ছে মানুষকে। আজ বৃহস্পতিবার এমনই একটি চিত্র দেখা গেছে, যেখানে দেশের অন্তত চারটি এলাকায় ঢাকার তুলনায় বায়ুর মান ছিল আরও খারাপ।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল মিসরের কায়রো। একই সময়ে রাজধানী ঢাকা অবস্থান করছিল ১১তম স্থানে। ঢাকার বায়ুর মান সূচক (AQI) ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে থাকে। তাদের লাইভ সূচকের মাধ্যমে একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়। সাধারণত বায়ুর মান ২০০ ছাড়ালে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। চলতি ডিসেম্বরের শুরু থেকেই ঢাকার বায়ুর মান প্রতিদিনই খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
### ঢাকার চেয়ে বেশি দূষিত যেসব এলাকা
আজ সকালে উপকূলীয় শহর খুলনায় বায়ুর মান ছিল ২২৪, যা খুবই অস্বাস্থ্যকর। ঢাকার পাশের জেলা গাজীপুরে এ সূচক দাঁড়িয়েছে ২১৫। একইভাবে সাভারে বায়ুর মান ছিল ১৭৮। শুধু ঢাকার আশপাশেই নয়, দেশের উত্তরাঞ্চলের রাজশাহীতেও আজ বায়ুর মান ছিল ১৭৬—যা ঢাকার চেয়ে বেশি।
### ঢাকার ভেতরেই দুই এলাকা ঝুঁকিপূর্ণ
আজ সকালে রাজধানীর দক্ষিণ পল্লবীতে বায়ুর মান ছিল ২২৭ এবং কল্যাণপুরে ২০৮। এই দুটি এলাকাতেই বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে নানা প্রকল্প ও উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং দিন দিন এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করছে। এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, অনেক সময় ঢাকাকেও ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য শহরের দূষণের মাত্রা।
### দূষণ থেকে সুরক্ষায় যা করণীয়
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজকের মতো বায়ুর মান থাকলে বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলার পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!