তরুণদেরও গ্রাস করছে নীরব ঘাতক ডায়াবেটিস
ডায়াবেটিস এখন আর নির্দিষ্ট বয়স বা শ্রেণির রোগ নয়—এটি রূপ নিয়েছে বৈশ্বিক জনস্বাস্থ্য সংকটে। শহর থেকে গ্রাম, ধনী থেকে দরিদ্র—সব স্তরের মানুষের মধ্যেই নীরবে ছড়িয়ে পড়ছে এই রোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন ক্রমবর্ধমান সংখ্যক তরুণ।
দেশে বর্তমানে এক কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং প্রতি বছর এতে যুক্ত হচ্ছেন লাখো নতুন রোগী। বিশেষজ্ঞদের মতে, সময়মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পরিবর্তিত জীবনধারা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফাস্টফুড নির্ভরতা এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস বৃদ্ধির প্রধান কারণ। অনেক ক্ষেত্রে রোগটি দীর্ঘদিন উপসর্গহীন থাকায় আক্রান্ত ব্যক্তিরা নিজেরাও জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন, ফলে জটিলতা বাড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক নগরজীবনের ব্যস্ততা, অনিয়মিত ঘুম এবং দীর্ঘ সময় বসে কাজ করার অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। একসময় বয়সভিত্তিক রোগ হিসেবে পরিচিত থাকলেও এখন কিশোর ও যুবকরাও এতে আক্রান্ত হচ্ছে।
জাতীয় পুষ্টি ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২৫ বছর বয়সের পর থেকেই অনেকের শরীরে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা দিচ্ছে। বিশেষ করে অফিসকেন্দ্রিক ও স্থির জীবনযাপনকারীদের মধ্যে ঝুঁকি তুলনামূলক বেশি।
বিভিন্ন তথ্য অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০ থেকে ৮০ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১৪ দশমিক ২ শতাংশ এই রোগে ভুগছেন। উদ্বেগজনকভাবে, দেশের ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ জানেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ১০ শতাংশের জন্য দায়ী এই রোগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, কার্যকর উদ্যোগ না নিলে ২০৪৫ সালে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, দেশে ৪৩ দশমিক ৫ শতাংশ ডায়াবেটিস রোগীর এখনো রোগ নির্ণয় হয়নি। সংস্থাটির তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশে ডায়াবেটিসের প্রবণতা ক্রমেই ঊর্ধ্বমুখী।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি জানিয়েছে, দেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার ৬ থেকে ১৪ শতাংশ। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ভবিষ্যতে টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৫০ শতাংশ। পাশাপাশি, গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হলে শিশুদেরও ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!