আইফোন ১৮ প্রো নিয়ে বড় ফাঁস: ডিজাইন থেকে ক্যামেরায় কী থাকছে নতুন?
অ্যাপলপ্রেমীদের জন্য ২০২৬ সাল শুরুর আগেই উত্তেজনার খোরাক জুগিয়েছে আইফোন ১৮ প্রো সিরিজের ফাঁস হওয়া তথ্য। প্রযুক্তি বিশ্লেষক ও লিকস্টারদের দাবি অনুযায়ী, আগামী বছরের সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া এই সিরিজে আইফোনের পরিচিত ডিজাইন ও অভিজ্ঞতায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন।
সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হতে যাচ্ছে ডিসপ্লেতে। জানা গেছে, অ্যাপল প্রথমবারের মতো ফেস আইডি সেন্সরগুলোকে স্ক্রিনের নিচে বসাতে পারে। এর ফলে বর্তমান ‘ডাইনামিক আইল্যান্ড’ আরও ছোট হয়ে যাবে। সেলফি ক্যামেরার জন্য থাকতে পারে শুধু একটি ছোট পাঞ্চ-হোল, যা অনেকের মতে স্ক্রিনের মাঝখানের বদলে ওপরের বাম কোণে বসানো হতে পারে। এতে আইফোনের সামনের দিকটি হবে আরও ক্লিন ও আধুনিক।
ক্যামেরা বিভাগেও বড় আপগ্রেডের ইঙ্গিত মিলেছে। আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স মডেলে যুক্ত হতে পারে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। এই ফিচারের মাধ্যমে লেন্সে আলো ঢোকার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে—কম আলোতে বেশি আলো গ্রহণ ও উজ্জ্বল পরিবেশে কম আলো। এর ফলে ডিএসএলআর ক্যামেরার মতো প্রফেশনাল বোকে ইফেক্ট ও উন্নত লো-লাইট ফটোগ্রাফি সম্ভব হবে।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে থাকতে পারে টিএসএমসির তৈরি ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ প্রো চিপসেট। ধারণা করা হচ্ছে, এটি আগের প্রজন্মের তুলনায় প্রায় ১৫ শতাংশ দ্রুত এবং প্রায় ৩০ শতাংশ বেশি শক্তি সাশ্রয়ী হবে।
ডিজাইন ও রঙের ক্ষেত্রেও চমক রাখতে পারে অ্যাপল। প্রচলিত টাইটানিয়াম ফিনিশের পাশাপাশি বারগান্ডি, ডার্ক পার্পল ও কফি ব্রাউন রঙে আইফোন ১৮ প্রো আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যে বারগান্ডি রঙটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।
কানেক্টিভিটির উন্নয়নে অ্যাপল নিজস্ব সি-টু মডেম ব্যবহার করতে পারে, যা ফাইভ-জি ও স্যাটেলাইট যোগাযোগকে আরও শক্তিশালী করবে। আর প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে প্রায় ৫,১০০ এমএএইচ ক্ষমতার বড় ব্যাটারি, যা দীর্ঘ সময়ের ব্যাকআপ নিশ্চিত করবে।
তবে এসব তথ্য এখনো অনানুষ্ঠানিক লিক ও গুজবের ওপর ভিত্তি করে। অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত আইফোন ১৮ প্রো সিরিজ কতটা চমক দিতে পারে, তা জানতে অপেক্ষা করতে হবে অফিসিয়াল উন্মোচন পর্যন্ত।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!