ইলেকট্রিক টুথব্রাশ: দাঁতের যত্নে কতটা এগিয়ে?
ইলেকট্রিক টুথব্রাশ কি সত্যিই সাধারণ ব্রাশের চেয়ে কার্যকর?
দাঁতের যত্নে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এরই অংশ হিসেবে ইলেকট্রিক টুথব্রাশের জনপ্রিয়তাও ধীরে ধীরে বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো—সাধারণ টুথব্রাশের তুলনায় এটি কি সত্যিই বেশি ভালো? বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে ইলেকট্রিক টুথব্রাশ স্পষ্ট সুবিধা দিতে পারে।
প্লাক দূর করতে কার্যকর
দাঁতের ওপর জমে থাকা প্লাক থেকেই মাড়ি ও দাঁতের নানা সমস্যা তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, ইলেকট্রিক টুথব্রাশ সাধারণ ব্রাশের তুলনায় প্লাক পরিষ্কারে বেশি কার্যকর ভূমিকা রাখে।
মাড়ির স্বাস্থ্য রক্ষা করে
ইলেকট্রিক ব্রাশের তন্তু ও ঘূর্ণনক্ষম মাথা মুখের ভেতরের কঠিন জায়গাগুলোতেও পৌঁছাতে পারে। ফলে মাড়ির সংক্রমণ বা গাম ডিজিজের ঝুঁকি তুলনামূলকভাবে কমে।
গভীর পরিষ্কার নিশ্চিত করে
এই ব্রাশের মাথা দ্রুতগতিতে ঘোরার কারণে দাঁত ও মাড়ির সংযোগস্থলে জমে থাকা ময়লা ও দাগ সহজেই পরিষ্কার হয়।
মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক
খাবারের কণা ও ব্যাকটেরিয়া ভালোভাবে পরিষ্কার হওয়ায় মুখের দুর্গন্ধ কমে। অনেক ইলেকট্রিক টুথব্রাশে জিহ্বা পরিষ্কারের সুবিধাও থাকে।
দাঁত আরও সাদা দেখায়
প্রতি মিনিটে হাজার হাজার স্ট্রোকের কারণে চা–কফি বা হলুদের মতো দাগ তুলনামূলক দ্রুত দূর হয়, ফলে দাঁত উজ্জ্বল দেখায়।
ব্যবহার সহজ ও আরামদায়ক
হাতের জোর কম ব্যবহার করেই দাঁত পরিষ্কার করা যায়। তাই আর্থ্রাইটিস, স্নায়ুজনিত সমস্যা বা শারীরিক দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য এটি বিশেষ উপযোগী।
স্মার্ট ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা
আধুনিক ইলেকট্রিক টুথব্রাশে প্রেশার সেন্সর, টাইমার ও মোবাইল অ্যাপ সংযুক্ত করার সুবিধা থাকে, যা সঠিক সময় ও চাপ বজায় রাখতে সাহায্য করে।
কিছু সীমাবদ্ধতাও আছে
ইলেকট্রিক টুথব্রাশের দাম সাধারণ ব্রাশের তুলনায় বেশি—বাজারে এর মূল্য প্রায় ৯০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। এছাড়া তিন মাস পরপর ব্রাশের মাথা বদলাতে হয়। কারও কারও কাছে এর ভাইব্রেশন অস্বস্তিকরও লাগতে পারে।
সূত্র: ভেরি ওয়েল হেলথ
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!