Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

উদ্যোক্তার চোখে ফেসবুক: সময় নষ্ট নয়, বরং সম্ভাবনার প্ল্যাটফর্ম

উদ্যোক্তার চোখে ফেসবুক: সময় নষ্ট নয়, বরং সম্ভাবনার প্ল্যাটফর্ম

অনেকে ফেসবুককে সময় নষ্টের মাধ্যম মনে করে একে অপছন্দ করেন, কেউ কেউ আবার ব্যবহারই বন্ধ করে দেন। কিন্তু ভিন্ন অভিজ্ঞতার কথা বলছেন উদ্যোক্তা আল-ফারুক শুভ। তাঁর মতে, সঠিকভাবে ব্যবহার করতে জানলে ফেসবুক হতে পারে অত্যন্ত কার্যকর একটি টুল।

একজন উদ্যোক্তা হিসেবে চারপাশে কী ঘটছে তা জানা, নতুন ট্রেন্ড বোঝা, ভবিষ্যতে কী হতে পারে—এগুলো তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্য পেতে চাইলে পত্রিকা পড়া, টেলিভিশন দেখা, অসংখ্য ওয়েবসাইট ঘেঁটে দেখা কিংবা বই পড়ার সুযোগ তো রয়েছেই। বাস্তবে তিনি সেসব করেনও। তবে এত কিছুর মধ্যে সবচেয়ে সহজ ও দ্রুত মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন ফেসবুককে।

তিনি জানান, নিজের প্রয়োজন অনুযায়ী ফেসবুকের নিউজ ফিড সাজিয়ে নেওয়ায়, অপ্রয়োজনীয় কনটেন্ট বাদ দিয়ে দরকারি তথ্যই তাঁর সামনে আসে। এর ফলে খুব অল্প সময়েই তিনি জানতে পারেন নানা গুরুত্বপূর্ণ খবর, আইডিয়া ও নতুন সুযোগের কথা। তাঁর ভাষায়, “এই এক ফেসবুক থেকেই আমি যত তথ্য ও সুযোগ পেয়েছি, অন্য উৎস থেকে তা পেতে হলে হয়তো ১০ গুণ বা ১০০ গুণ বেশি সময় লাগত।”

তাই ফেসবুককে পুরোপুরি অপছন্দ করার কোনো কারণ দেখেন না তিনি। বরং ফেসবুককে তিনি তুলনা করেন একটি ছুরির সঙ্গে। ছুরি যেমন চিকিৎসকের হাতে জীবন বাঁচানোর উপকরণ হতে পারে, আবার ভুল হাতে তা ক্ষতির কারণও হতে পারে—ঠিক তেমনই ফেসবুক। বিষয়টি নির্ভর করে, কে কীভাবে এটি ব্যবহার করছে।

আল-ফারুক শুভ মনে করেন, শুধু ফেসবুক নয়—সঠিক ব্যবস্থাপনা না থাকলে জীবনের অনেক কিছুই সময় নষ্টের কারণ হতে পারে। মোবাইল থেকে অ্যাপ ডিলিট করা বা এলার্ম দিয়ে ব্যবহার সীমিত করা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু সেটিই চূড়ান্ত সমাধান নয়। বরং সবচেয়ে কার্যকর উপায় হলো—ফেসবুককে কীভাবে সঠিকভাবে, উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা যায়, তা আয়ত্ত করা।

উদ্যোক্তার চোখে ফেসবুক: সময় নষ্ট নয়, বরং সম্ভাবনার প্ল্যাটফর্ম

Comment / Reply From

You May Also Like