Dark Mode
Image
  • Friday, 30 January 2026

এভারেস্টে প্রথমবার চালু হলো ফাইভ-জি মোবাইল সেবা

এভারেস্টে প্রথমবার চালু হলো ফাইভ-জি মোবাইল সেবা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযাত্রায় যুক্তদের জন্য এবার যুক্ত হলো নতুন প্রযুক্তিগত সুবিধা। তিব্বতের দিক থেকে হিমালয়ের প্রায় ৬৫০০ মিটার উচ্চতায় চালু হয়েছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক। এর ফলে দুর্গম এই অঞ্চলে থাকা পর্বতারোহী, গবেষক ও পর্যটকেরা দ্রুতগতির ইন্টারনেট সেবার সুবিধা পাবেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, কোনো বেস স্টেশন ছাড়াই ৫৩০০ ও ৫৮০০ মিটার উচ্চতায় সফলভাবে ফাইভ-জি সেবা চালু করা হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই প্রযুক্তি বিশেষ করে পর্বত অভিযান ও বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইভ-জি নেটওয়ার্কটি যৌথভাবে চালু করেছে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং টেলিকম অপারেটর চায়না মোবাইল। চায়না মোবাইলের তিব্বত শাখার প্রধান জাউ মিন জানান, বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালুর ফলে পর্বতারোহী, পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন।

উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ৫৩০০ মিটার উচ্চতায় ফাইভ-জি ডাউনলোড স্পিড ১.৬৬ গিগাবাইটের বেশি এবং আপলোড স্পিড হবে প্রায় ২১৫ এমবিপিএস। এত উচ্চতায় এমন দ্রুতগতির ইন্টারনেট সেবা বিশ্ব প্রযুক্তিতে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এভারেস্টে প্রথমবার চালু হলো ফাইভ-জি মোবাইল সেবা

Comment / Reply From

You May Also Like