এভারেস্টে প্রথমবার চালু হলো ফাইভ-জি মোবাইল সেবা
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযাত্রায় যুক্তদের জন্য এবার যুক্ত হলো নতুন প্রযুক্তিগত সুবিধা। তিব্বতের দিক থেকে হিমালয়ের প্রায় ৬৫০০ মিটার উচ্চতায় চালু হয়েছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক। এর ফলে দুর্গম এই অঞ্চলে থাকা পর্বতারোহী, গবেষক ও পর্যটকেরা দ্রুতগতির ইন্টারনেট সেবার সুবিধা পাবেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, কোনো বেস স্টেশন ছাড়াই ৫৩০০ ও ৫৮০০ মিটার উচ্চতায় সফলভাবে ফাইভ-জি সেবা চালু করা হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই প্রযুক্তি বিশেষ করে পর্বত অভিযান ও বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাইভ-জি নেটওয়ার্কটি যৌথভাবে চালু করেছে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং টেলিকম অপারেটর চায়না মোবাইল। চায়না মোবাইলের তিব্বত শাখার প্রধান জাউ মিন জানান, বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালুর ফলে পর্বতারোহী, পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন।
উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ৫৩০০ মিটার উচ্চতায় ফাইভ-জি ডাউনলোড স্পিড ১.৬৬ গিগাবাইটের বেশি এবং আপলোড স্পিড হবে প্রায় ২১৫ এমবিপিএস। এত উচ্চতায় এমন দ্রুতগতির ইন্টারনেট সেবা বিশ্ব প্রযুক্তিতে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!