কথোপকথন বুঝে বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি, শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম
কথোপকথন বুঝে বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি, শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে কথোপকথনের ধরন অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর পরীক্ষামূলক উদ্যোগ নিতে যাচ্ছে ওপেনএআই। প্রাথমিকভাবে এই সুবিধা চালু হবে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য।
ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন মাসিক ৮ ডলারের ‘চ্যাটজিপিটি গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন প্রদর্শিত হবে। তবে ২০ ডলারের প্লাস, ২০০ ডলারের প্রো এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য এই সেবা পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত থাকবে।
একসময় চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলেও, ক্রমবর্ধমান ব্যয় সামাল দেওয়া ও নতুন আয়ের উৎস তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের তথ্যমতে, আগামী আট বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পর আলাদা করে ‘স্পনসরড’ লেবেলসহ বিজ্ঞাপন দেখানো হবে। তবে এগুলো চ্যাটজিপিটির উত্তর বা পরামর্শকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলে জানিয়েছে ওপেনএআই। পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা কথোপকথনের বিষয়বস্তু কোনো বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হবে না। চাইলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন বন্ধ করার সুযোগও পাবেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো—স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতি সম্পর্কিত আলোচনায় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। তবুও বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। বিশেষ করে সংবেদনশীল তথ্যের নিরাপত্তা ও ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ওপেনএআইয়ের দায়িত্ব আরও বেড়ে যাবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাও সম্প্রতি তাদের চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে। ফলে প্রযুক্তি জগতে এআই-নির্ভর বিজ্ঞাপন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!