Dark Mode
Image
  • Friday, 30 January 2026

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ উদ্বোধন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ উদ্বোধন

বাংলা ভাষার ডিজিটাল ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে নতুন বাংলা ফন্ট **‘জুলাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই দুটি প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্ম ও ফন্টটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ মূলত বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। এই প্ল্যাটফর্মে রয়েছে স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ এবং বাংলা ওসিআর (OCR) সুবিধা, যা লেখালিখিতে সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, দেশের বিদ্যমান লাইব্রেরিগুলোর অধিকাংশ বই এখনো সার্চযোগ্য নয়। লিখিত জ্ঞানকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে বিপুল সময় ও শ্রম ব্যয় হয়। এই প্রকল্পের বাংলা ওসিআর প্রযুক্তি সেই সমস্যার কার্যকর সমাধান দেবে।

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ সম্পর্কে তিনি বলেন, এটি দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি। বাংলা ও ইংরেজি হরফের উচ্চতার সামঞ্জস্য এবং সঠিক লাইন স্পেসিং বজায় রেখে ফন্টটি ডিজাইন করা হয়েছে। এর ফলে কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা দূর হবে।তিনি আরও বলেন, অতীতে বিজয় ফন্টকেন্দ্রিক ব্যক্তিনির্ভর সীমাবদ্ধতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, অভ্র তার বিকল্প পথ তৈরি করে। সেই ধারাবাহিকতায় ‘জুলাই’ ফন্ট নতুন মাত্রা যোগ করেছে। আগামী এক বছরের মধ্যে দেশে তৈরি মোবাইল হ্যান্ডসেটগুলোতে এই ফন্ট ও প্রযুক্তির সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া এই প্রকল্পে দেশের প্রায় ৪০টি নৃতাত্ত্বিক ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব *শীষ হায়দার চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক **ড. মোহাম্মদ আজম, ইবিএলআইসিটির প্রকল্প পরিচালক **মাহবুব করিম*সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ উদ্বোধন

Comment / Reply From

You May Also Like