ঘরেই চুলের যত্ন: প্রিয়াঙ্কা চোপড়ার সহজ হেয়ার প্যাক রেসিপি
ঝলমলে ও স্বাস্থ্যবান চুল কে না চান! কিন্তু বর্তমান জীবনযাত্রা, পরিবেশ দূষণ ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে চুল পড়া, আগা ফাটা, রুক্ষতা ও খুশকির মতো সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে দীর্ঘ সময় ঘরে থাকলেও চুলের যত্নে আমরা অনেক সময় উদাসীন হয়ে পড়ি।
করোনাকালীন ঘরবন্দী সময়কে কাজে লাগিয়ে নিজের রূপচর্চায় মন দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে লস অ্যাঞ্জেলসে অবস্থান করা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চুলের যত্নে ব্যবহৃত একটি ঘরোয়া হেয়ার প্যাকের রেসিপি, যা তিনি নিজেই ব্যবহার করেন।
প্রিয়াঙ্কার হেয়ার প্যাকের উপকরণ ও ব্যবহার
এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রয়োজন—
* ১টি ডিম
* ১ চা চামচ মধু
* ১ চা চামচ টক দই
সব উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিয়ে চুল ও মাথার ত্বকে লাগাতে হবে। এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
প্রিয়াঙ্কা জানান, এই হেয়ার প্যাকের রেসিপিটি তিনি শিখেছেন তাঁর মায়ের কাছ থেকে, আর তাঁর মা শিখেছিলেন নিজের মায়ের কাছ থেকে। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই ঘরোয়া টোটকাই নাকি তাঁর ঝলমলে চুলের অন্যতম রহস্য।
কেন কার্যকর এই হেয়ার প্যাক?
* ডিম: এতে রয়েছে প্রোটিন, বায়োটিন, ভিটামিন ও ফলেট—যা চুলের গোড়া মজবুত করে এবং দ্রুত চুল বাড়াতে সাহায্য করে।
* টক দই: দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকের মরা চামড়া দূর করে এবং স্ক্যাল্প পরিষ্কার রাখে।
* মধু: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল ভাঙা কমায় ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে প্রিয়াঙ্কা চোপড়ার এই হেয়ার প্যাক হতে পারে সহজ ও কার্যকর সমাধান।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!