Dark Mode
Image
  • Friday, 30 January 2026

ছেলেদের চুল বাঁচাতে ৫ ঘরোয়া হেয়ার প্যাক

ছেলেদের চুল বাঁচাতে ৫ ঘরোয়া হেয়ার প্যাক

নারীদের তুলনায় পুরুষদের মাথার ত্বকের ধরন আলাদা হওয়ায় চুলের যত্নেও প্রয়োজন ভিন্নতা। বাইরে বেশি সময় কাটানো, ধুলাবালি, ঘাম ও স্ট্রেসের কারণে ছেলেদের চুলে চুল পড়া, রুক্ষতা, খুশকি ও অতিরিক্ত তেলতেলে ভাব দেখা দেয় বেশি। তবে নিয়মিত ও সঠিক যত্ন নিলে এসব সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক পুরুষদের চুলের জন্য এমন ৫টি কার্যকর ঘরোয়া হেয়ার প্যাক, যা চুল পড়া কমানোর পাশাপাশি চুলকে করবে স্বাস্থ্যবান ও উজ্জ্বল।

১. ডিমের হেয়ার প্যাক

চুল পড়া রোধে ডিম অন্যতম কার্যকর উপাদান।

যেভাবে তৈরি করবেন:
একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন।

ব্যবহারবিধি:
প্যাকটি মাথার তালু ও চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাক চুলে পুষ্টি জোগায় এবং চুলকে করে নরম ও সিল্কি।

২. কলার হেয়ার প্যাক

রোদে ও ধুলাবালিতে ঘোরাঘুরির কারণে ছেলেদের চুল সহজেই রুক্ষ হয়ে যায়।

যেভাবে তৈরি করবেন:
একটি পাকা কলা পেস্ট করে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মেশান।

ব্যবহারবিধি:
চুলে লাগিয়ে শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন।
এই প্যাক চুলের রুক্ষতা দূর করে চুলকে করে মসৃণ ও প্রাণবন্ত।

৩. মেথির হেয়ার প্যাক

খুশকি ও চুল পড়া কমাতে মেথি দারুণ কার্যকর।

যেভাবে তৈরি করবেন:
সারারাত মেথি ভিজিয়ে রেখে সকালে পেস্ট করুন। এতে পরিমাণমতো টক দই মিশিয়ে নিন।

ব্যবহারবিধি:
প্যাকটি চুলে লাগিয়ে শুকিয়ে গেলে শ্যাম্পু করুন।
মেথি চুলকে নরম করে এবং প্রাকৃতিক শাইন ফিরিয়ে আনে।

৪. মেহেদির হেয়ার প্যাক

চুল রং করা ও গোঁড়া মজবুত করার জন্য প্রাকৃতিক বিকল্প হিসেবে মেহেদি নিরাপদ।

যেভাবে তৈরি করবেন:
মেহেদির সঙ্গে আমলকীর গুঁড়া ও ২ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট বানান।

ব্যবহারবিধি:
চুলে লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
এই প্যাক চুলের গোড়া শক্ত করে এবং প্রাকৃতিকভাবে চুলের সৌন্দর্য বাড়ায়।

৫. পেঁয়াজের রস

নতুন চুল গজাতে পেঁয়াজের রসের জুড়ি নেই।

ব্যবহারবিধি:
২–৩টি বড় পেঁয়াজের রস বের করে মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন।
এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে এর সঙ্গে আমলকীর রসও মেশাতে পারেন।

 

নিয়মিত এসব হেয়ার প্যাক ব্যবহার করলে চুল পড়া ও খুশকি কমবে, পাশাপাশি চুল হবে আরও শক্ত, ঘন ও উজ্জ্বল।

Comment / Reply From