Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

চ্যাটজিপিটিতে চালু হচ্ছে অ্যাপ স্টোর, অ্যাপ নির্মাতাদের জন্য নতুন দিগন্ত

চ্যাটজিপিটিতে চালু হচ্ছে অ্যাপ স্টোর, অ্যাপ নির্মাতাদের জন্য নতুন দিগন্ত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটির জন্য আলাদা অ্যাপ স্টোর চালুর ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বের যেকোনো প্রান্তের অ্যাপ নির্মাতারা চ্যাটজিপিটিতে ব্যবহারযোগ্য নিজেদের তৈরি অ্যাপ জমা দিতে পারবেন। ইতিমধ্যে অ্যাপ জমা নেওয়া শুরু হলেও যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে সেগুলো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই নতুন ব্যবস্থার অংশ হিসেবে চ্যাটজিপিটির টুলস মেনুতে একটি অ্যাপ ডিরেক্টরি যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাছে ‘অ্যাপ স্টোর’ নামেই পরিচিত হয়ে উঠেছে। ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, এই ডিরেক্টরি ব্যবহার করে সহজেই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ খুঁজে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করা যাবে। এর আগে গত অক্টোবরে চ্যাটজিপিটিতে অ্যাপ যুক্ত করার পরিকল্পনার কথা প্রকাশ করেছিল ওপেনএআই।

ওপেনএআই জানিয়েছে, অ্যাপ যুক্ত হলে চ্যাটজিপিটির কথোপকথন আরও প্রাসঙ্গিক, তথ্যসমৃদ্ধ ও কার্যকর হবে। এসব অ্যাপ চ্যাটে নতুন প্রেক্ষাপট যোগ করবে এবং ব্যবহারকারীদের সরাসরি বিভিন্ন কাজ সম্পন্ন করার সুযোগ দেবে। উদাহরণ হিসেবে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য অর্ডার করা, উপস্থাপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্লাইডে রূপান্তর কিংবা ভাড়ার বাসা খোঁজার মতো কাজের কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ওপেনএআইয়ের অ্যাপস সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (SDK) পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই টুলকিটের মাধ্যমে ডেভেলপাররা চ্যাটজিপিটির জন্য নতুন ও উদ্ভাবনী অভিজ্ঞতা তৈরি করতে পারবেন। অ্যাপ প্রস্তুত হলে তা ওপেনএআইয়ের ডেভেলপার প্ল্যাটফর্মে জমা দেওয়া যাবে, যেখানে পর্যালোচনা ও অনুমোদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন নির্মাতারা।

ওপেনএআই জানিয়েছে, অনুমোদন পাওয়া অ্যাপগুলো আগামী বছর থেকেই ধাপে ধাপে চ্যাটজিপিটিতে যুক্ত করা হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই অ্যাপ স্টোর চালু হলে চ্যাটজিপিটি কেবল একটি চ্যাটবট নয়, বরং একটি পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্মে রূপ নেবে।

সূত্র: টেক ক্রাঞ্চ

চ্যাটজিপিটিতে চালু হচ্ছে অ্যাপ স্টোর, অ্যাপ নির্মাতাদের জন্য নতুন দিগন্ত

Comment / Reply From

You May Also Like