ধীরে ধীরে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল
দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি ধাপে ধাপে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুবিধা দিতে শুরু করেছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে এই তথ্য প্রকাশিত হয়েছে, যা প্রথমে হিন্দি ভাষায় দেখা যায়। পরে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
তবে এটি পুরোপুরি ইমেইল ঠিকানা বদল নয়। মূলত ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করতে পারবেন, যেখানে পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। অর্থাৎ পুরোনো ঠিকানায় পাঠানো সব ইমেইল নতুন ইনবক্সেই আসবে।
নতুন ঠিকানাটিই হবে প্রধান ঠিকানা। তবে ব্যবহারকারীরা চাইলে আগের ঠিকানা দিয়েও লগইন করতে পারবেন। ইমেইল, ছবি, ডকুমেন্টসহ কোনো ডেটা মুছে যাবে না বা হারানোর আশঙ্কাও নেই।
এই সুবিধার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এক বছরে একবারের বেশি ঠিকানা পরিবর্তন করা যাবে না। একটি গুগল অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন জিমেইল ঠিকানা তৈরি করা যাবে। এই সীমা পূর্ণ হলে আর নতুন ঠিকানা যোগ করার সুযোগ থাকবে না।
গুগল জানিয়েছে, প্রয়োজনে ব্যবহারকারীরা আবার আগের ঠিকানায় ফিরে যেতে পারবেন এবং সেক্ষেত্রেও সব ডেটা অক্ষত থাকবে। তবে কিছু ক্ষেত্রে ক্রোমওএস ডিভাইসে সেটিংস সমস্যার সম্ভাবনা থাকায় পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে যারা ছোট বয়সে কার্টুন, গেম বা মজার নামে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। পেশাগত জীবনে এসব ঠিকানা অনেক সময় বিব্রতকর হয়ে ওঠে। এছাড়া নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও এই ফিচার থেকে উপকৃত হবেন।
এখনো সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার গুগল সাপোর্ট পেজেও তথ্যটি পুরোপুরি দেখা যাচ্ছে না। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সবার কাছে পৌঁছাবে।
গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে ডিজিটাল পরিচয় হালনাগাদের এই সুযোগকে অনেক ব্যবহারকারী সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!