Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

নতুন চাকরিতে পা রাখছেন? জেনে নিন অফিসিয়াল ড্রেস এটিকেট

নতুন চাকরিতে পা রাখছেন? জেনে নিন অফিসিয়াল ড্রেস এটিকেট

নতুন চাকরি মানেই নতুন পরিবেশ, নতুন দায়িত্ব আর নিজেকে প্রফেশনালভাবে উপস্থাপনের চ্যালেঞ্জ। অফিস এটিকেট বলতে আমরা সাধারণত সময়মতো কাজ শেষ করা বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকেই বুঝি। কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো—অফিসিয়াল ড্রেস কোড মেনে চলা।

আপনার পোশাকই প্রথমে বলে দেয় আপনি কতটা পেশাদার। কর্পোরেট হোক কিংবা ক্রিয়েটিভ—অফিসভেদে পোশাকের ধরন আলাদা হওয়াই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক অফিস অনুযায়ী ফরমাল ও ক্যাজুয়াল ড্রেস কোডের বিস্তারিত।

কর্পোরেট অফিসের ড্রেস কোড

‘কর্পোরেট’ শব্দটির মধ্যেই রয়েছে গাম্ভীর্য ও শালীনতার ইঙ্গিত। তাই কর্পোরেট অফিসে পোশাক হওয়া উচিত মার্জিত ও পরিমিত।

আমাদের দেশের প্রেক্ষাপটে সুতি শাড়ি, সালোয়ার-কামিজ বা সিম্পল স্যুট সবচেয়ে গ্রহণযোগ্য। শাড়ির ক্ষেত্রে বড় গলার বা নটেড ব্লাউজ এড়িয়ে চলাই ভালো। পোশাকের রঙ হবে হালকা—সাদা, হালকা নীল, ছাই, ধূসর বা হালকা গোলাপি রঙ ফরমাল লুকের জন্য আদর্শ। অতিরিক্ত পাতলা বা স্বচ্ছ কাপড় পরিহার করা উচিত।

অ্যাকসেসরিজের ক্ষেত্রে সিম্পল থাকাই বুদ্ধিমানের। ছোট টব দুল, হালকা ঘড়ি ও ছোট স্যাচেল টাইপ লেদার ব্যাগ মানানসই। পায়ে ১–৩ ইঞ্চি টো-ক্লোজড হিল বা ফরমাল জুতা ভালো পছন্দ। চুল পরিপাটি করে বাঁধা বা খোলা রাখা যেতে পারে, আর মেকআপ হলে তা যেন খুবই হালকা হয়।

 ক্রিয়েটিভ অফিসের ড্রেস কোড

ক্রিয়েটিভ অফিস মানেই একটু স্বাধীনতা, একটু রঙিন ভাব। তবে স্বাধীনতার অর্থ কখনোই অশালীনতা নয়।

এ ধরনের অফিসে ক্যাজুয়াল ও স্মার্ট পোশাক বেশ মানানসই। জিন্স বা লেগিংসের সঙ্গে শালীন টপস, ফতুয়া বা বাটন-ডাউন শার্ট পরা যেতে পারে। রঙের ক্ষেত্রে এখানে কোনো কড়াকড়ি নেই, তবে খুব বেশি ঝলমলে বা পার্টি লুক এড়িয়ে চলাই ভালো।

অ্যাকসেসরিজে থাকতে পারে ফ্যাশনেবল দুল, লকেট, ব্রেসলেট বা ঘড়ি। বড় হ্যান্ডব্যাগ ব্যবহার করাও সুবিধাজনক। পায়ে মিউল শু বা আরামদায়ক ফ্ল্যাট স্মার্ট লুক দেয়। মেকআপে চাইলে একটু গাঢ় লিপস্টিক ব্যবহার করা যায়, তবে সেটিও যেন অফিস পরিবেশের সঙ্গে মানানসই হয়।

 শেষ কথা

আপনি কর্পোরেট কিংবা ক্রিয়েটিভ—যে ধরনের অফিসেই কাজ করুন না কেন, অফিসের পরিবেশ ও সংস্কৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করাই বুদ্ধিমানের। অফিসিয়াল পোশাক খুব দামি বা নামী ব্র্যান্ডের হওয়া জরুরি নয়; বরং পরিচ্ছন্নতা, শালীনতা ও সঠিক ড্রেস এটিকেটই আপনার প্রফেশনাল ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে।

নতুন চাকরিতে পা রাখছেন? জেনে নিন অফিসিয়াল ড্রেস এটিকেট

Comment / Reply From