Dark Mode
Image
  • Friday, 30 January 2026

সস্তা চার্জার ব্যবহারেই বাড়ছে স্মার্টফোনের বড় ঝুঁকি

সস্তা চার্জার ব্যবহারেই বাড়ছে স্মার্টফোনের বড় ঝুঁকি

স্মার্টফোন ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। কিন্তু ফোনের যত্ন নিতে গিয়ে অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করেন—চার্জার। বাজারে সহজলভ্য সস্তা ও নিম্নমানের চার্জার ব্যবহার শুধু ফোনের ক্ষতিই করে না, বরং ব্যবহারকারীর নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

কেন নিম্নমানের চার্জার বিপজ্জনক

খরচ কমানোর জন্য অনেকেই সাব-স্ট্যান্ডার্ড বা নকল চার্জার কিনে থাকেন। এসব চার্জারে সাধারণত কোনো আন্তর্জাতিক নিরাপত্তা মান বা সনদ থাকে না। ফলে অতিরিক্ত ভোল্টেজ বা শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি হয়, যা ফোনের ব্যাটারি ও মাদারবোর্ড নষ্ট করার পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনার কারণও হতে পারে।

### আসল চার্জার চেনার সহজ উপায়

স্যামসাং:
আসল চার্জারে নির্দিষ্ট মানের প্রিন্ট লেখা থাকে। যদি অতিরিক্ত বৈশিষ্ট্য বা ‘Made in China’ লেখার সঙ্গে অপ্রয়োজনীয় তথ্য থাকে, তবে সেটি নকল হওয়ার সম্ভাবনা বেশি।

আইফোন:
আসল চার্জারে স্পষ্টভাবে লেখা থাকে “Designed by Apple in California”। নকল চার্জারে অ্যাপলের লোগোর রং তুলনামূলক গাঢ় বা অস্পষ্ট হয়।

শাওমি (Mi):
আসল কেবলের দৈর্ঘ্য সাধারণত ১২০ সেন্টিমিটার বা তার বেশি হয়। কেবল ছোট এবং অ্যাডাপ্টর বড় হলে সেটি নকল হওয়ার ইঙ্গিত দেয়।

ওয়ানপ্লাস:
ড্যাশ বা ফাস্ট চার্জ কাজ করার সময় ফোনে নির্দিষ্ট ভিজ্যুয়াল সংকেত দেখা যায়। তা না হলে চার্জারটি নকল হতে পারে।

হুয়াওয়ে:
চার্জারের গায়ে লেখা তথ্য ও বারকোড মিলিয়ে দেখলেই আসল-নকল বোঝা যায়।

গুগল পিক্সেল:
আসল চার্জারে ফোন দ্রুত চার্জ হয়। চার্জ হতে বেশি সময় লাগলে সেটি নকল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভুল চার্জার ব্যবহারের ভয়াবহ পরিণতি

* ব্যাটারি ক্ষতি: অতিরিক্ত তাপ ও ভোল্টেজে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়।
* মাদারবোর্ড বিকল: সার্কিট নষ্ট হয়ে ফোন স্থায়ীভাবে অকেজো হতে পারে।
* ইলেকট্রিক শক: শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
* আগুন লাগার আশঙ্কা: নিম্নমানের চার্জার থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বিভিন্ন দেশে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ফোনের নিরাপত্তা ও নিজের সুরক্ষার জন্য সবসময় কোম্পানি অনুমোদিত বা সার্টিফায়েড চার্জার ব্যবহার করা উচিত।

সস্তা চার্জার ব্যবহারেই বাড়ছে স্মার্টফোনের বড় ঝুঁকি

Comment / Reply From

You May Also Like