স্মার্টফোনেই মিলবে জ্বর মাপার সুবিধা
স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়—দৈনন্দিন জীবনের নানা সমস্যার দ্রুত সমাধানও দিচ্ছে এই ছোট ডিভাইস। ছবি তোলা, অডিও–ভিডিও কল কিংবা অনলাইনে তথ্য খোঁজার পাশাপাশি এখন স্বাস্থ্য পর্যবেক্ষণেও স্মার্টফোন হয়ে উঠছে গুরুত্বপূর্ণ সহকারী।
জ্বর মাপার জন্য সাধারণত থার্মোমিটারের প্রয়োজন হয়। কিন্তু হঠাৎ অসুস্থ হলে যদি হাতের কাছে থার্মোমিটার না থাকে, তখন দুশ্চিন্তার কারণ হতে পারে। এই সমস্যার সহজ সমাধান দিতে নতুন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকরা। স্মার্টফোন ব্যবহার করেই এখন জ্বর মাপার সুযোগ তৈরি হচ্ছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি একটি বিশেষ অ্যাপের নাম ‘ফিভার ফোন’। এই অ্যাপ স্মার্টফোনকে কার্যত একটি ডিজিটাল থার্মোমিটারে রূপান্তর করতে পারে। যদিও অ্যাপল ওয়াচে আগে থেকেই শরীরের তাপমাত্রা পরিমাপের সুবিধা রয়েছে, তবে সেটি সবার নাগালের মধ্যে নয়। নতুন এই অ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো স্মার্টওয়াচের প্রয়োজন নেই—শুধু একটি স্মার্টফোন থাকলেই যথেষ্ট।
গবেষকদের মতে, আধুনিক স্মার্টফোনে ‘থার্মিস্টর’ নামে একটি সেন্সর থাকে। সাধারণত ফোন বা ব্যাটারির অতিরিক্ত গরম হওয়া রোধ করতে এই সেন্সর তাপমাত্রা পরিমাপ করে। গবেষকরা এই সেন্সরের তথ্য ব্যবহার করে মানবদেহের তাপমাত্রা নির্ণয়ের একটি পদ্ধতি তৈরি করেছেন।
এই প্রযুক্তি পরীক্ষার জন্য গবেষণায় ৩৭ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। পরীক্ষায় দেখা গেছে, অ্যাপটি বেশ নির্ভুলভাবেই শরীরের তাপমাত্রা নির্ধারণ করতে পারে। ব্যবহারকারীদের ফোনের স্ক্রিন নির্দিষ্ট একটি সেন্সর পয়েন্টে রেখে প্রায় ৯০ সেকেন্ড কপালে স্পর্শ করিয়ে রাখতে হয়। এরপর অ্যাপটি দেহের তাপমাত্রার তথ্য দেখায়।
বর্তমানে অ্যাপটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটি কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, খুব শিগগিরই এই অ্যাপ সবার জন্য উন্মুক্ত হতে পারে। এতে স্বাস্থ্য পর্যবেক্ষণ আরও সহজ ও হাতের নাগালে চলে আসবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!