Dark Mode
Image
  • Friday, 30 January 2026

হোয়াটসঅ্যাপ থেকে আয় করার ৭ কার্যকর উপায়

হোয়াটসঅ্যাপ থেকে আয় করার ৭ কার্যকর উপায়

 

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন মূলত বার্তা আদান–প্রদানের জন্য। তবে অনেকেই জানেন না, এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি হতে পারে ঘরে বসে আয়ের একটি সহজ মাধ্যম। সঠিক পরিকল্পনা ও দক্ষতা থাকলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই নিয়মিত আয় করা সম্ভব। সম্প্রতি ফ্রি-ক্যাশ প্রকাশিত এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ থেকে অর্থ উপার্জনের কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো—

### ১. পণ্য ও সেবা বিক্রি

হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি পণ্য বা সেবা বিক্রি করা যায়। আপনি যদি নিজে কোনো পণ্য তৈরি করেন বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ ক্যাটালগ ফিচার ব্যবহার করে পণ্যের ছবি, দাম ও বিবরণ গ্রাহকের সামনে তুলে ধরতে পারেন। চ্যাট অপশনের মাধ্যমে সরাসরি অর্ডার নেওয়াও সহজ।

### ২. অনলাইন টিউটরিং

কোনো বিষয়ে দক্ষতা থাকলে হোয়াটসঅ্যাপ হতে পারে আপনার অনলাইন ক্লাসরুম। ভিডিও কল, অডিও কল বা গ্রুপ চ্যাটের মাধ্যমে দেশ–বিদেশের শিক্ষার্থীদের পড়িয়ে আয় করা সম্ভব। ব্যক্তিগত বা গ্রুপ টিউশনের মাধ্যমে নিয়মিত আয় করা যায়।

### ৩. অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্পন্সর কনটেন্ট

নিজস্ব পণ্য না থাকলেও হোয়াটসঅ্যাপ থেকে আয় করা যায় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট লিংক বা ডিসকাউন্ট কোড শেয়ার করলে, সেই লিংকের মাধ্যমে কেউ পণ্য কিনলে আপনি কমিশন পাবেন। বড় কনট্যাক্ট লিস্ট থাকলে এই পদ্ধতি বেশ কার্যকর।

### ৪. অনলাইন ইভেন্ট হোস্টিং

বর্তমানে অনলাইন ইভেন্টের জনপ্রিয়তা বাড়ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ব্রডকাস্ট লিস্ট ব্যবহার করে আপনি ওয়ার্কশপ, আলোচনা সভা কিংবা প্রশিক্ষণমূলক ইভেন্ট আয়োজন করতে পারেন। অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ফি রেখে আয় করা সম্ভব।

### ৫. কমিউনিটি তৈরি

হোয়াটসঅ্যাপে একটি নির্দিষ্ট আগ্রহভিত্তিক কমিউনিটি তৈরি করে সেখান থেকেও আয় করা যায়। যেমন—বুক ক্লাব, ফিটনেস গ্রুপ বা স্কিল ডেভেলপমেন্ট কমিউনিটি। সদস্যদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিয়ে নিয়মিত কনটেন্ট বা সেশন আয়োজন করা যেতে পারে।

### ৬. পেইড নিউজলেটার

আপনার যদি কোনো বিশেষ বিষয়ে ভালো ধারণা থাকে—যেমন প্রযুক্তি, ক্যারিয়ার, স্বাস্থ্য বা বিনিয়োগ—তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেইড নিউজলেটার চালু করতে পারেন। নিয়মিত তথ্যভিত্তিক বার্তা দিয়ে সাবস্ক্রাইবারদের কাছ থেকে ফি নেওয়া যায়।

### ৭. স্টিকার ডিজাইন ও বিক্রি

হোয়াটসঅ্যাপ স্টিকার এখন চ্যাটের জনপ্রিয় অংশ। আপনি নিজে স্টিকার ডিজাইন করে সেগুলো ইটসি বা অনুরূপ প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন। পপ স্টুডিওসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সহজেই স্টিকার তৈরি করা সম্ভব।

সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা থাকলে হোয়াটসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং হতে পারে আয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম।

হোয়াটসঅ্যাপ থেকে আয় করার ৭ কার্যকর উপায়

Comment / Reply From

You May Also Like