Dark Mode
Image
  • Friday, 30 January 2026
হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম, জানা জরুরি যেসব বিষয়

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম, জানা জরুরি যেসব বিষয়

ইনস্টাগ্রামে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। এখন থেকে পোস্ট বা রিলসে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, একটি পাবলিক পোস্টে সর্বোচ্চ **পাঁচটি হ্যাশট্যাগ** ব্যবহার করা যাবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলেই কনটেন্টের রিচ বা ভিউ বাড়ে—এমন ধারণা সম্পূর্ণ ভুল। বরং অল্প কিন্তু বিষয়ভিত্তিক ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্ট নির্দিষ্ট আগ্রহী দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে।

### কেন এই সিদ্ধান্ত?

ইনস্টাগ্রামের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত ও সাধারণ হ্যাশট্যাগ ব্যবহারের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছিল। অনেক ব্যবহারকারী #reels, #explore, #viral–এর মতো হ্যাশট্যাগ বারবার ব্যবহার করে কৃত্রিমভাবে ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন। এতে প্ল্যাটফর্মের অ্যালগরিদম বিভ্রান্ত হয় এবং প্রকৃত মানসম্পন্ন কনটেন্টও সঠিক দর্শকের কাছে পৌঁছাতে পারে না।

এই অপব্যবহার ঠেকাতেই হ্যাশট্যাগ ব্যবহারে সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম।

### আগে কী ছিল নিয়ম?

২০১১ সালে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ফিচার চালু হওয়ার পর একটি পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সুবিধার অপব্যবহার বাড়তে থাকায় প্ল্যাটফর্মটি নীতিমালায় পরিবর্তন আনছে।

### কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পরামর্শ

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ কনটেন্ট নির্মাতাদের উদ্দেশে জানিয়েছে—

* কনটেন্টের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে হ্যাশট্যাগ ব্যবহার করুন
* সাধারণ ও অতিরিক্ত জনপ্রিয় হ্যাশট্যাগ এড়িয়ে চলুন
* নির্দিষ্ট কমিউনিটি বা আগ্রহভিত্তিক হ্যাশট্যাগ বেছে নিন

এ ছাড়া ইনস্টাগ্রামের সহযোগী প্ল্যাটফর্ম **থ্রেডস**–এও হ্যাশট্যাগ ব্যবহারে সীমাবদ্ধতা আনা হয়েছে। এর মূল লক্ষ্য হলো কমিউনিটিভিত্তিক কনটেন্টকে উৎসাহিত করা এবং তথাকথিত ‘এনগেজমেন্ট হ্যাকিং’ কমিয়ে আনা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম, জানা জরুরি যেসব বিষয়

Comment / Reply From

You May Also Like