২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিত্ব কারা
২০২৫ সালে বিশ্বজুড়ে অনলাইন অনুসন্ধানের প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন ও ক্রীড়াজগতের আলোচিত ব্যক্তিত্বরাই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ডেটা বিশ্লেষণভিত্তিক সংস্থা *প্লেয়ার্স টাইম*–এর তথ্য অনুযায়ী, এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিমাসে গড়ে প্রায় ১ কোটি ৬০ লাখ বার ট্রাম্পকে গুগলে খোঁজা হয়েছে। তার ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী উদ্যোক্তা ইলন মাস্ক, যাঁর মাসিক সার্চ সংখ্যা ছিল প্রায় ১ কোটি ১০ লাখ। এই পরিসংখ্যানই প্রমাণ করে, বৈশ্বিক রাজনীতি ও প্রযুক্তি খাতে মার্কিন ব্যক্তিত্বদের প্রভাব এখনো সবচেয়ে বেশি।
বিনোদন জগতে সংগীতশিল্পীদের আধিপত্য
চলতি বছরে সবচেয়ে বেশি সার্চ হওয়া শীর্ষ ১০ জন ব্যক্তিত্বের অর্ধেকই সংগীত জগতের তারকা। তালিকায় রয়েছেন টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও রোমিও সান্তোসের মতো জনপ্রিয় শিল্পীরা। এমনকি প্রয়াত র্যাপার এক্সএক্সএক্সটেনটাসিওনও এখনো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞদের মতে, স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিস্তার ও বৈশ্বিক ফ্যানবেজ সংগীতশিল্পীদের জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী করছে।
ওটিটির প্রভাবে সিনেমা ও টিভি তারকারা
চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকারাও সার্চ তালিকায় উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছেন। বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রাসী প্রচারণা ও কনটেন্ট বৈচিত্র্যের কারণে এসব তারকার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।
খেলাধুলায় রোনালদোর ধারাবাহিক জনপ্রিয়তা
ক্রীড়া অঙ্গনে বড় কোনো নাটকীয় পরিবর্তন না হলেও ফুটবলারদের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরের মতোই সবচেয়ে বেশি সার্চ করা ক্রীড়াবিদদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে এবছরের বড় চমক স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল, যিনি প্রথমবারের মতো শীর্ষ ১০–এ জায়গা করে নিয়েছেন।
অঞ্চলভেদে সার্চ ট্রেন্ডে ভিন্নতা
ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বেশি খোঁজা ১০০ জন ব্যক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য সবচেয়ে বেশি। শীর্ষ ১০ জনের মধ্যে ৬ জনই আমেরিকান। তবে দেশভেদে মানুষের আগ্রহে পার্থক্য স্পষ্ট। স্পেনে টেনিস খেলোয়াড়রা জনপ্রিয় হলেও ব্রাজিলে ফুটবলাররাই শীর্ষে। অন্যদিকে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে রাজনৈতিক নেতাদের খোঁজই ছিল বেশি।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি জনপ্রিয়তার চেয়ে ব্রেকিং নিউজ ও সাময়িক আলোচিত ঘটনাই সার্চ ভলিউম বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
সূত্র: গালফ নিউজ
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!