Dark Mode
Image
  • Friday, 30 January 2026

আকাশপানে তাকিয়ে থাকা দাদমর্দনের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

আকাশপানে তাকিয়ে থাকা দাদমর্দনের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আগেভাগেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। স্মৃতিকেন্দ্রের পুকুরপাড়জুড়ে ফুটে থাকা লম্বাটে হলুদ ফুল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

রবিবার সরেজমিনে দেখা যায়, ঝোপের মাঝে গুচ্ছবদ্ধ হয়ে থাকা ফুলগুলো যেন আকাশের দিকে তাকিয়ে রয়েছে। উজ্জ্বল হলুদ রঙ ও ব্যতিক্রমী আকৃতির কারণে আগত দর্শনার্থীরা থমকে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছেন। এই ফুলটির নাম দাদমর্দন, ইংরেজিতে যা পরিচিত ‘ক্যান্ডেল বুশ’ নামে।

এ বিষয়ে স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, দাদমর্দন একটি পরিচিত ঔষধি গাছ। দাদ, পাঁচড়া ও অন্যান্য চর্মরোগের চিকিৎসায় এই গাছের পাতার রস বেশ কার্যকর। এছাড়া মেছতার দাগ দূর করতেও এর ব্যবহার রয়েছে।

তিনি আরও জানান, গুল্মজাতীয় এই গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফুল ফোটে। ফুল ঝরে গেলে ফল আসে, যার ভেতরে থাকে প্রচুর বীজ। পরিণত ফল ফেটে গিয়ে বীজ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই নতুন চারা গজায়। পথের ধারে, অনাবাদি জমি কিংবা ক্ষেতের মধ্যবর্তী স্থানেও এই গাছ সহজেই জন্ম নেয়।

জানা যায়, দাদমর্দন ফুলের আদি নিবাস মেক্সিকো ও মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল। তবে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার কারণে এটি এখন আমাদের দেশেও সহজেই দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ও ঔষধি গুণে দাদমর্দন ফুল স্মৃতিকেন্দ্রে আসা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে।

আকাশপানে তাকিয়ে থাকা দাদমর্দনের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

Comment / Reply From

You May Also Like