Dark Mode
Image
  • Thursday, 29 January 2026
আজকের দিনে ইতিহাসে কী ঘটেছিল?

আজকের দিনে ইতিহাসে কী ঘটেছিল?

সময় থেমে থাকে না—আজকের দিনটাই আগামীকালের ইতিহাস। ২৯ জানুয়ারি তার ব্যতিক্রম নয়। বিশ্বের নানা প্রান্তে এই দিনে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ঘটনা। জন্ম নিয়েছেন খ্যাতিমান ব্যক্তিত্বরা, আবার বিদায় নিয়েছেন ইতিহাসগড়া মানুষরাও। এক নজরে দেখে নেওয়া যাক, ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি কেন স্মরণীয়।

📜 ইতিহাসের ঘটনাবলি

১৫২৮ – মোঘল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।
১৫৯৫ – উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক রোমিও ও জুলিয়েট প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৬১৩ – জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই প্রথম নেপচুন গ্রহ পর্যবেক্ষণ করেন।
১৬৭৬ – দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
১৭৮০ – জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
১৮২০ – ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন রাজা চতুর্থ জর্জ।
১৮৪৫ – এডগার অ্যালান পো-র বিখ্যাত কবিতা দ্য র্যাভেন প্রথম প্রকাশিত হয়।
১৮৬১ – যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ক্যানসাস অন্তর্ভুক্ত হয়।
১৯১৯ – ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ কার্যকর হয়।
১৯৩৮ – কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ – চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটে।
১৯৯২ – ভারত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
২০১৫ – মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা ঘোষণা করা হয়।

🎂 জন্মদিনে যাঁরা ইতিহাস গড়েছেন

১৮৪৩ – উইলিয়াম ম্যাকিন্লি, যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট।
১৮৬০ – আন্তন চেখভ, বিশ্বখ্যাত রুশ সাহিত্যিক ও নাট্যকার।
১৮৬৬ – রোম্যাঁ রোলাঁ, নোবেলজয়ী ফরাসি লেখক।
১৯২৬ – আব্দুস সালাম, নোবেল পুরস্কারপ্রাপ্ত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৫৪ – ওপ্রাহ উইনফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও মিডিয়া আইকন।

🕯️ যাঁদের প্রয়াণে ইতিহাসে শূন্যতা

৬৬১ – হজরত আলী (রা.), ইসলামের চতুর্থ খলিফা।
১৮২০ – ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ।
১৯৩৪ – ফ্রিৎস হেবার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৬৩ – রবার্ট ফ্রস্ট, কিংবদন্তি মার্কিন কবি।
২০২০ – আযহার আলী আনোয়ার শাহ, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ।
২০২১ – হিলটন ভ্যালেন্টাইন, ব্রিটিশ ব্যান্ড দ্য অ্যানিমলস-এর গিটারিস্ট।

প্রতিটি দিনই ইতিহাসের সাক্ষী। অতীতের এই স্মরণীয় মুহূর্তগুলো আমাদের বর্তমানকে আরও সমৃদ্ধ করে তোলে।

Comment / Reply From

You May Also Like