আজকের দিনে ইতিহাসে কী ঘটেছিল?
সময় থেমে থাকে না—আজকের দিনটাই আগামীকালের ইতিহাস। ২৯ জানুয়ারি তার ব্যতিক্রম নয়। বিশ্বের নানা প্রান্তে এই দিনে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ঘটনা। জন্ম নিয়েছেন খ্যাতিমান ব্যক্তিত্বরা, আবার বিদায় নিয়েছেন ইতিহাসগড়া মানুষরাও। এক নজরে দেখে নেওয়া যাক, ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি কেন স্মরণীয়।
📜 ইতিহাসের ঘটনাবলি
১৫২৮ – মোঘল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।
১৫৯৫ – উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক রোমিও ও জুলিয়েট প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৬১৩ – জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই প্রথম নেপচুন গ্রহ পর্যবেক্ষণ করেন।
১৬৭৬ – দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
১৭৮০ – জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
১৮২০ – ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন রাজা চতুর্থ জর্জ।
১৮৪৫ – এডগার অ্যালান পো-র বিখ্যাত কবিতা দ্য র্যাভেন প্রথম প্রকাশিত হয়।
১৮৬১ – যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ক্যানসাস অন্তর্ভুক্ত হয়।
১৯১৯ – ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ কার্যকর হয়।
১৯৩৮ – কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ – চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটে।
১৯৯২ – ভারত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
২০১৫ – মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা ঘোষণা করা হয়।
🎂 জন্মদিনে যাঁরা ইতিহাস গড়েছেন
১৮৪৩ – উইলিয়াম ম্যাকিন্লি, যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট।
১৮৬০ – আন্তন চেখভ, বিশ্বখ্যাত রুশ সাহিত্যিক ও নাট্যকার।
১৮৬৬ – রোম্যাঁ রোলাঁ, নোবেলজয়ী ফরাসি লেখক।
১৯২৬ – আব্দুস সালাম, নোবেল পুরস্কারপ্রাপ্ত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৫৪ – ওপ্রাহ উইনফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও মিডিয়া আইকন।
🕯️ যাঁদের প্রয়াণে ইতিহাসে শূন্যতা
৬৬১ – হজরত আলী (রা.), ইসলামের চতুর্থ খলিফা।
১৮২০ – ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ।
১৯৩৪ – ফ্রিৎস হেবার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৬৩ – রবার্ট ফ্রস্ট, কিংবদন্তি মার্কিন কবি।
২০২০ – আযহার আলী আনোয়ার শাহ, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ।
২০২১ – হিলটন ভ্যালেন্টাইন, ব্রিটিশ ব্যান্ড দ্য অ্যানিমলস-এর গিটারিস্ট।
প্রতিটি দিনই ইতিহাসের সাক্ষী। অতীতের এই স্মরণীয় মুহূর্তগুলো আমাদের বর্তমানকে আরও সমৃদ্ধ করে তোলে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!