১৩০ মিলিয়ন ডলারের প্রচারণায় অস্ট্রেলিয়া, ভারতীয় পর্যটক টানতে মুখ সারা টেন্ডুলকার
বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমী ভারতীয়দের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে এবার বড় পরিসরে পর্যটন প্রচারণা শুরু করেছে অস্ট্রেলিয়া। ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে দেশটি নিয়োগ দিয়েছে বিশেষ দূত—কিংবদন্তি ক্রিকেটার Sachin Tendulkar-এর কন্যা Sara Tendulkar।
অস্ট্রেলিয়া সরকারের এই পর্যটন প্রচার কর্মসূচির নাম ‘Come and Say G’day’। ভারতীয় বাজারকে লক্ষ্য করে পরিচালিত এ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সারাকে যুক্ত করা হয়েছে। কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলো নিয়ে টেলিভিশন অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও বিজ্ঞাপন তৈরি করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণার মূল লক্ষ্য ভারতীয় পর্যটকদের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা। এই প্রকল্পে সারার দায়িত্ব হলো অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান ঘুরে সেসবের অভিজ্ঞতা ও গল্প ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা।
তবে সারা টেন্ডুলকার মনে করেন, এটি কেবল একটি প্রচারমূলক কাজ নয়। তাঁর ভাষায়,
‘এই প্রকল্পের মাধ্যমে আমি শুধু জায়গা দেখাচ্ছি না, বরং সেই সব স্থানের গল্প বলছি—যেগুলো একজন মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনাকে আরও বিস্তৃত করে। ভ্রমণ মানে শুধু জায়গা বদলানো নয়; এটি স্মৃতি তৈরি করে, মানুষকে নস্টালজিক করে তোলে।’
সারার মতে, ভ্রমণ আসলে সংস্কৃতি, খাবার আর পথে পথে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য অভিজ্ঞতা।
ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের ছবি শেয়ার করেছেন সারা। তাঁর সর্বশেষ পোস্টে দেখা যায়, তিনি অবস্থান করছেন Melbourne শহরে। ছবির ক্যাপশনে তিনি লেখেন,
‘অস্ট্রেলিয়ায় মেলবোর্নে এটি আমার প্রথম সফর। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থীদের মুগ্ধ করে রাখতে হয়।’
বিশ্লেষকদের মতে, ভারতীয়দের মধ্যে ভ্রমণ আগ্রহের প্রবণতাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার এই উদ্যোগ পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে পারে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!