Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট: কোন কোন দেশ তলানিতে

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট: কোন কোন দেশ তলানিতে

বিশ্বজুড়ে ভ্রমণের স্বাধীনতা নির্ধারণে পাসপোর্টের শক্তি একটি গুরুত্বপূর্ণ সূচক। প্রতি বছর আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে দেখা যায়—কোন দেশের নাগরিকেরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ রয়েছে।

নিচে বিশ্বের সবচেয়ে দুর্বল ১০টি পাসপোর্টধারী দেশের তালিকা তুলে ধরা হলো—

১. আফগানিস্তান
১০১টি দেশের মধ্যে সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। দেশটির নাগরিকেরা মাত্র ২৪টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

২. সিরিয়া
তালিকায় ১০০তম অবস্থানে থাকা সিরিয়ার পাসপোর্ট দিয়ে ২৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত যাতায়াত সম্ভব।

৩. ইরাক
ইরাক রয়েছে ৯৯তম অবস্থানে। এ দেশের নাগরিকেরা ২৯টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

৪. পাকিস্তান ও ইয়েমেন
যৌথভাবে ৯৮তম অবস্থানে আছে পাকিস্তান ও ইয়েমেন। এই দুই দেশের পাসপোর্টধারীরা ৩১টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত সুবিধা পান।

৫. সোমালিয়া
আফ্রিকার সোমালিয়া রয়েছে ৯৭তম অবস্থানে। দেশটির নাগরিকেরা ৩৩টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

৬. নেপাল
দক্ষিণ এশিয়ার নেপাল রয়েছে ৯৬তম স্থানে। নেপালি পাসপোর্টধারীরা ৩৫টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত যাতায়াতের সুযোগ পান।

৭. বাংলাদেশ
বাংলাদেশের অবস্থান ৯৫তম। বাংলাদেশের নাগরিকেরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। উল্লেখ্য, আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে।

৮. ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও ফিলিস্তিন
যৌথভাবে ৯৪তম অবস্থানে রয়েছে ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও ফিলিস্তিন। এই দেশগুলোর নাগরিকেরা ৩৮টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

৯. লিবিয়া ও শ্রীলঙ্কা
৯৩তম অবস্থানে থাকা লিবিয়া ও শ্রীলঙ্কার নাগরিকেরা ৩৯টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন।

১০. ইরান
তালিকার তলানির দিক থেকে দশম অর্থাৎ ৯২তম অবস্থানে রয়েছে ইরান। দেশটির পাসপোর্টধারীরা ৪০টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা, কূটনৈতিক সম্পর্ক ও অভিবাসন নীতিই মূলত কোনো দেশের পাসপোর্টের শক্তি নির্ধারণে বড় ভূমিকা রাখে।

Comment / Reply From

You May Also Like