Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

শ্রীলঙ্কা যেতে চাইলে অবশ্যই জানুন এই ১০ তথ্য

শ্রীলঙ্কা যেতে চাইলে অবশ্যই জানুন এই ১০ তথ্য

পাহাড়, চা-বাগান আর নীল সমুদ্র—সব মিলিয়ে শ্রীলঙ্কা এখন বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় এক গন্তব্য। কম সময়ে ভিসা, তুলনামূলক ছোট ভ্রমণপথ আর বৈচিত্র্যময় প্রকৃতির কারণে অনেকেই বেছে নিচ্ছেন এই দ্বীপরাষ্ট্রকে। তবে ভ্রমণটা আরামদায়ক করতে হলে আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি। শ্রীলঙ্কা সফরের আগে জেনে নিন ১০টি প্রয়োজনীয় বিষয়—

১. ফ্লাইট ও সময়
ঢাকা থেকে কলম্বো যেতে বিরতিহীন ফ্লাইটে সময় লাগে প্রায় ৩–৪ ঘণ্টা। শ্রীলঙ্কান এয়ারলাইনসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। আগেভাগে টিকিট কাটলে ইকোনমি ক্লাসে যাতায়াত খরচ সাধারণত ৬০–৭০ হাজার টাকার মধ্যে থাকে।

২. ভ্রমণ রুট পরিকল্পনা
সাত দিনের ভ্রমণে আপনি চাইলে সমুদ্রঘেরা কলম্বো ও গল থেকে পাহাড়ি ক্যান্ডি, নুয়ারা এলিয়া ঘুরে দেখতে পারেন। যাত্রাপথ যাই হোক, হোটেল, গাড়ি ও রিসোর্ট আগেই বুক করে নেওয়াই নিরাপদ।

৩. স্থানীয় যাতায়াত ব্যবস্থা
শ্রীলঙ্কায় মোটরসাইকেল, স্কুটি ও টুকটুক ভাড়া পাওয়া যায়। তবে নিজে চালাতে চাইলে আগে থেকেই ড্রাইভিং পারমিট নিতে হবে। বাংলাদেশি লাইসেন্স থাকলে অনলাইনে আবেদন করে প্রায় ৫ হাজার টাকায় পারমিট পাওয়া যায়।

৪. ইটিএ (ETA) ভিসা বাধ্যতামূলক
শ্রীলঙ্কায় প্রবেশের জন্য আগাম ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নিতে হয়। সরকারি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যায় অথবা ঢাকার শ্রীলঙ্কান হাইকমিশনের মাধ্যমে নেওয়া সম্ভব।

৫. ভিসা ফি ও কাগজপত্র
সার্কভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশিদের জন্য ইটিএ ফি ২০ ডলার (ট্যাক্সসহ)। অনলাইন পেমেন্ট সম্ভব না হলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রায় ৩ হাজার টাকায় করা যায়। ইমিগ্রেশনে দেখানোর জন্য প্রিন্ট কপি সঙ্গে রাখুন।

৬. মুদ্রা বিনিময়
১ মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৩১০ শ্রীলঙ্কান রুপি পাওয়া যায়। বাংলাদেশি টাকার তুলনায় রুপির মান কম। ভালো রেট পেতে বিমানবন্দর থেকেই ডলার ভাঙানো সুবিধাজনক।

৭. জীবনযাত্রার খরচ
শ্রীলঙ্কায় দৈনন্দিন খরচ তুলনামূলক বেশি। আধা লিটার পানির দাম প্রায় ৩০০ রুপি পর্যন্ত হতে পারে। এক বেলা খাবারের জন্য গড়ে দেড় হাজার রুপি বাজেট রাখা ভালো।

৮. আবহাওয়া ও পোশাক
নুয়ারা এলিয়া ও আশপাশের পাহাড়ি এলাকায় তাপমাত্রা কম থাকে, তাই গরম কাপড় নিতে ভুলবেন না। নুয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত ট্রেনযাত্রা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

৯. ইমিগ্রেশন প্রস্তুতি
চাকরিজীবীদের এনওসি, কনফার্ম হোটেল বুকিং ও ট্রাভেল আইটিনারি প্রিন্ট করে সঙ্গে রাখা জরুরি। প্রথমবার ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এসব কাগজ যাচাই করতে পারে।

১০. ডলার এনডোর্সমেন্ট
ভ্রমণের আগে পাসপোর্টে ডলার এনডোর্স করিয়ে নিন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা ভ্রমণের জন্য সর্বোচ্চ ২০০ ডলার এনডোর্স করা যায়। চাইলে দীর্ঘমেয়াদে দেশ উল্লেখ না করে বেশি অঙ্কও এনডোর্স করানো সম্ভব।

সঠিক পরিকল্পনা আর প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে শ্রীলঙ্কা ভ্রমণ হতে পারে নির্ঝঞ্ঝাট ও স্মরণীয়।

Comment / Reply From

You May Also Like