একীভূত হচ্ছে ইউডেমি ও কোর্সেরা, বদলে যাচ্ছে অনলাইন শিক্ষার মানচিত্র
বিশ্বের শীর্ষস্থানীয় দুই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ইউডেমি ও কোর্সেরা একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। প্রায় আড়াই বিলিয়ন ডলারের বেশি বাজারমূল্যের এই মার্জারের খবর জানানো হয় ১৭ ডিসেম্বর। অনলাইন শিক্ষাবাজারে এটি এখন পর্যন্ত অন্যতম বড় একীভূতকরণ হিসেবে দেখা হচ্ছে।
স্টক বিনিময়ের মাধ্যমে কোর্সেরা ইউডেমিকে নিজেদের অংশ করে নেবে। যুক্তরাষ্ট্রের আদালতের অনুমোদন মিললে আগামী বছরের শেষ ভাগে এই একীভূতকরণের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। মার্জারের ফলে দুই প্রতিষ্ঠানই বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা হুগো সারাজিন বলেন, কোর্সেরার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে ব্যবহারকারীরা আরও উন্নত ও মানসম্মত কনটেন্ট পাবেন। একই সঙ্গে কোর্স নির্মাতারাও নতুন সুযোগ ও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবেন। তাঁর মতে, এই উদ্যোগ ডিজিটাল শিক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
এদিকে কোর্সেরা শুধু ইউডেমির সঙ্গেই নয়, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সঙ্গেও চুক্তি করেছে। এর অংশ হিসেবে ইউডেমির কোর্সগুলোর সঙ্গে এআই এজেন্ট যুক্ত করে ‘মাইক্রো লার্নিং’ সেবা চালুর পরিকল্পনা রয়েছে, যা স্বল্প সময়ে নির্দিষ্ট দক্ষতা অর্জনে সহায়ক হবে।
তবে সব ব্যবহারকারী এই খবরে সন্তুষ্ট নন। সামাজিক মাধ্যমে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই একীভূতকরণের ফলে ডিজিটাল শিক্ষা বাজারে একচেটিয়া প্রভাব বা মনোপলি তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কনটেন্টের বৈচিত্র্য ও মূল্য নির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!