Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

স্কলারশিপের খোঁজে: সময়মতো জানলেই খুলতে পারে স্বপ্নের দরজা

স্কলারশিপের খোঁজে: সময়মতো জানলেই খুলতে পারে স্বপ্নের দরজা

স্কলারশিপ—অনেক শিক্ষার্থীর কাছেই এটি স্বপ্ন পূরণের আরেক নাম। ভালো ফল করা প্রায় প্রতিটি শিক্ষার্থীরই ইচ্ছে থাকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার। সেই লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্ববিদ্যালয় ও সংস্থা স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

তবে বাস্তবতা হলো, আমাদের দেশের অনেক শিক্ষার্থী সঠিক সময়ে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে না। ফলে ইচ্ছে ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই আবেদন করার সুযোগ হারিয়ে ফেলে। তাই স্কলারশিপ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।

চলুন জেনে নেওয়া যাক স্কলারশিপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো—

স্কলারশিপের ধরন কী কী?

সাধারণত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে—

🔹 মেধাভিত্তিক স্কলারশিপ

শিক্ষাগত ফলাফল, বিশেষ প্রতিভা, নেতৃত্বগুণ বা নির্দিষ্ট আগ্রহের ভিত্তিতে দেওয়া হয়। এ ক্ষেত্রে স্কলারশিপ দাতা প্রতিষ্ঠানের নির্ধারিত যোগ্যতা পূরণ করা আবশ্যক।

🔹 আর্থিক প্রয়োজনভিত্তিক স্কলারশিপ

যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা কম, তাদের সহায়তার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।

🔹 নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর জন্য স্কলারশিপ

কিছু স্কলারশিপ শুধু নারী শিক্ষার্থী, স্নাতক শিক্ষার্থী বা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নির্ধারিত থাকে।

🔹 পারিবারিক বা পেশাভিত্তিক স্কলারশিপ

কিছু ক্ষেত্রে আবেদনকারী বা তার বাবা-মা যদি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে স্কলারশিপের সুযোগ পাওয়া যায়। যেমন—সামরিক পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপ।

স্কলারশিপে কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়?

স্কলারশিপের মাধ্যমে—

সম্পূর্ণ পড়াশোনার খরচ বহন করা হতে পারে

অথবা নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন পুরস্কার হিসেবে দেওয়া হতে পারে

যেভাবেই হোক, স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো শিক্ষার ব্যয় কমিয়ে শিক্ষার্থীর অগ্রযাত্রা সহজ করা।

কীভাবে স্কলারশিপ খুঁজবেন?

স্কলারশিপ পেতে হলে প্রথম ধাপ হলো—এ সম্পর্কে সঠিক তথ্য জানা। এজন্য আপনি—

যেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাদের Financial Aid Office-এ যোগাযোগ করতে পারেন

পাবলিক লাইব্রেরি ও অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারেন

তবে সতর্কতা জরুরি। বর্তমানে কিছু অসাধু প্রতিষ্ঠান স্কলারশিপের নামে প্রতারণা করছে। মনে রাখবেন—
👉 কোনো বৈধ স্কলারশিপের জন্য কখনোই টাকা দিতে হয় না।

বিশ্বস্ত কিছু স্কলারশিপ ডাটাবেস—

Scholarships.com

Unigo

কলেজ/বিশ্ববিদ্যালয় বোর্ড স্কলারশিপ সার্চ

কখন স্কলারশিপের জন্য আবেদন করবেন?

স্কলারশিপের আবেদন সময়সীমা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর। সাধারণত—

কলেজের প্রথম বর্ষ থেকে

অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন যেকোনো সময়

স্কলারশিপ পাওয়া যায়। কোনো সুযোগ মিস করলে হতাশ না হয়ে নতুন সুযোগ খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়া

প্রতিটি স্কলারশিপের আবেদন পদ্ধতি আলাদা। সাধারণত—

স্কলারশিপের ওয়েবসাইটে যোগ্যতা ও নির্দেশনা দেওয়া থাকে

বেশিরভাগ আবেদন অনলাইনেই করা হয়

একাডেমিক স্কলারশিপের জন্য লাগতে পারে—

শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

নির্দিষ্ট বিষয়ে একটি প্রবন্ধ

ক্রীড়া বা প্রতিভাভিত্তিক স্কলারশিপের ক্ষেত্রে—

লাইভ পারফরম্যান্স

পোর্টফোলিও

ক্রীড়াসাফল্যের ভিডিও

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া।

স্কলারশিপের অর্থ কীভাবে পাবেন?

এটিও নির্ভর করে স্কলারশিপ দাতা প্রতিষ্ঠানের নিয়মের উপর—

কেউ সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ পাঠায়

কেউ আবার শিক্ষার্থীর নামে চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেয়

স্কলারশিপ পাওয়ার পর অর্থ গ্রহণের পদ্ধতি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত।

স্কলারশিপ কেন গুরুত্বপূর্ণ?

স্কলারশিপ শুধু একজন শিক্ষার্থীকে সহায়তা করে না—
এটি অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে। একজন মেধাবী শিক্ষার্থী যখন স্কলারশিপ পায়, তখন তার সাফল্য অন্যদের সামনে উদাহরণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, আগ্রহ ও যোগ্যতা বাড়ে।

অর্থের অভাবে যেন কোনো প্রতিভা হারিয়ে না যায়—স্কলারশিপের মূল লক্ষ্য সেটিই।

সূত্র: ইয়ুথ কার্নিভাল

Comment / Reply From