কম বাজেটে বিয়ের সব আয়োজন: আগারগাঁওয়ের ফুলবাজারেই মিলছে সমাধান
নাম ফুলবাজার হলেও আগারগাঁওয়ের এই বাজার এখন শুধু ফুলের মধ্যে সীমাবদ্ধ নেই। বিয়ের সম্পূর্ণ আয়োজন—ফুল, আলোকসজ্জা, ডেকোরেশন, ইভেন্ট প্ল্যানিং থেকে শুরু করে খাবারের স্টল পর্যন্ত—সবকিছুই মিলছে এক জায়গায়। ছোট ঘরোয়া অনুষ্ঠান হোক কিংবা বড় পরিসরের বিয়ে, বাজেট অনুযায়ী আয়োজনের নানা বিকল্প রয়েছে এখানে।
🌸 তাজা ফুলের বাহার
বিয়ের সাজে ফুল শুধু সৌন্দর্য নয়, পুরো আয়োজনের আবহই বদলে দেয়। ‘সিক্রেট গার্ডেন’-এর ফুল বিক্রেতা শাহাদাত হোসেন জানান, বর্তমানে কৃত্রিম ফুলের চেয়ে আসল ফুলের চাহিদাই বেশি। গায়েহলুদ বা বিয়ের অনুষ্ঠানের জন্য দুই–তিন দিন আগে অর্ডার দিলে ভালো কাজ পাওয়া যায়। তবে বড় বা ডিজাইনার ডেকোরেশনের ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন আগে বুকিং দেওয়া নিরাপদ।
চীন থেকে আমদানি করা গোলাপ, লিলি ও জিপসি ফুলের চাহিদা সবচেয়ে বেশি। বর-কনের জন্য এক জোড়া ফুলের মালার দাম সাধারণত ৬০০ থেকে ৮০০ টাকা। ডিজাইনভেদে ফুলের গয়নার সেটের দাম ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। কনের ভারী ও জাঁকজমকপূর্ণ ফুলের অলংকারের ক্ষেত্রে খরচ কখনো কখনো ১০ হাজার টাকা ছাড়িয়ে যায়।
ছোট ফুলের তোড়া পাওয়া যায় ৫০০ টাকা থেকে, আর বড় তোড়ার দাম হতে পারে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।
🏠 ঘর ও বাড়ির সাজ
ইনডোর ডেকোরেশনের খরচ সাধারণত ৫০ হাজার টাকা থেকে শুরু হয়, যেখানে পুরো বাসার সাজ, গেট ও স্টেজ অন্তর্ভুক্ত থাকে। শুধু গায়েহলুদ বা ব্রাইডাল শাওয়ারের জন্য একটি অংশ সাজাতে চাইলে খরচ শুরু হয় ২৫ হাজার টাকা থেকে। এসব ডেকোরেশন সাধারণত এক দিনের জন্য দেওয়া হয়, সময় বাড়লে খরচও বাড়ে।
আউটডোর অনুষ্ঠানে এক দিনের ডেকোরেশন খরচ প্রায় ১ লাখ টাকা, আর তিন দিনের জন্য তা দেড় লাখ টাকায় পৌঁছাতে পারে। কিছু কনভেনশন হলে ডেকোরেশনের সঙ্গে অতিরিক্ত ভ্যাট যোগ হতে পারে, যা আগেই জেনে নেওয়া জরুরি।
🚪 বিয়ের গেট, স্টেজ ও গাড়ির সাজ
বিয়ের গেট এখন আলাদা আকর্ষণ। কাঠের ফ্রেম, নেট বা টিস্যু কাপড় এবং তাজা বা কৃত্রিম ফুল দিয়ে গেট সাজানো হয়। সাধারণ গেট ডেকোরেশনের খরচ ৫ হাজার টাকা থেকে শুরু হলেও ডিজাইন অনুযায়ী তা ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
গায়েহলুদের অনুষ্ঠানে বর-কনের নামসহ কাস্টমাইজড কর্কশিটের দাম ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে।
বিয়েতে একটি প্রাইভেট কার সাজাতে সাধারণত ২ হাজার টাকা লাগে, তবে বিশেষ ডিজাইনে তা ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
মঞ্চ বা স্টেজের সাজ সবচেয়ে ব্যয়বহুল—সাধারণ স্টেজের খরচ শুরু ১৫ হাজার টাকা থেকে। ফটো বুথ, বড় স্টেজ বা থিম ডেকোরেশন যুক্ত হলে খরচ কয়েক লাখ টাকায় পৌঁছাতে পারে।
💡 বিয়ের আলোকসজ্জা
আলো ছাড়া বিয়ের আয়োজন যেন অসম্পূর্ণ। এলইডি, মরিচবাতির পাশাপাশি এখন পিক্সেল লাইট বেশ জনপ্রিয়, যদিও এটি তুলনামূলক ব্যয়বহুল। একতলা একটি বাড়ি এক দিনের জন্য আলো দিয়ে সাজাতে খরচ পড়ে প্রায় ১০ হাজার টাকা। ভবনের উচ্চতা ও আকার অনুযায়ী এই খরচ ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
🍽️ খাবারের স্টল
ফুচকা, গরম জিলাপি, পিঠা বা পানের স্টল বিয়ের আনন্দ বাড়িয়ে দেয়। ‘জান্নাত ওয়েডিং অর্গানাইজার্স’-এর তথ্যমতে, এসব স্টলের জন্য এক থেকে দুই সপ্তাহ আগে ৫০–৭০ শতাংশ অগ্রিম দিয়ে বুকিং দিতে হয়। একটি স্টল ভাড়া নিতে গড়ে খরচ হয় ২ হাজার টাকা, তবে খাবারের উপকরণ ক্রেতাকেই দিতে হয়।
🛠️ নিজেই সাজাতে চাইলে
ছোট আয়োজনের ক্ষেত্রে অনেকেই নিজেই ইভেন্ট প্ল্যানারের ভূমিকায় নামেন। আগারগাঁওয়ের দোকানগুলোতে চেয়ার-টেবিল, সোফা সেট, টেবিল টপ, চেয়ার বো, কৃত্রিম ফুল ও কাঠের ফ্রেম ভাড়ায় পাওয়া যায়।
২৪ ঘণ্টার জন্য টেবিল টপের ভাড়া প্রায় ২০০ টাকা, চেয়ার বো ৫ টাকা, আর কৃত্রিম ফুলের একটি গুচ্ছ ২০ টাকায় পাওয়া যায়। দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ আলাদা যোগ হয়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!