Dark Mode
Image
  • Friday, 30 January 2026
ছেলে সন্তানের আকিকা: কয়টি ছাগল জবাই করতে হয়, কী বলে ইসলাম?

ছেলে সন্তানের আকিকা: কয়টি ছাগল জবাই করতে হয়, কী বলে ইসলাম?

ছেলে সন্তানের আকিকা: কয়টি ছাগল জবাই করতে হয়, কী বলে ইসলাম?

সন্তান জন্মের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো আকিকা। ছেলে কিংবা মেয়ে—উভয় সন্তানের ক্ষেত্রেই আকিকার বিধান রয়েছে। আকিকা বলতে সন্তান জন্মের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করাকে বোঝায়। এই প্রথা ইসলাম-পূর্ব যুগেও প্রচলিত ছিল; তবে ইসলামে তা সুন্নাহ হিসেবে সুস্পষ্ট নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

সাধারণভাবে প্রশ্ন ওঠে—ছেলে সন্তানের আকিকায় কয়টি ছাগল জবাই করতে হয়? ইসলামী শরিয়ত অনুযায়ী, ছেলে সন্তানের জন্য দুটি ছাগল দিয়ে আকিকা করা উত্তম ও সুন্নাহ। তবে সামর্থ্য না থাকলে একটি ছাগল জবাই করলেও আকিকার হক আদায় হয়ে যায়।

আলেমদের মতে, আকিকার মূল উদ্দেশ্য হলো সন্তানের পক্ষ থেকে রক্ত প্রবাহ করা। সে উদ্দেশ্য একটি পশু জবাইয়ের মাধ্যমেও পূরণ হয়। তাই কেউ যদি আর্থিক অসচ্ছলতার কারণে একবারে দুটি ছাগল দিতে না পারেন, তবে প্রথমে একটি এবং পরে সুযোগ হলে আরেকটি—এভাবেও আকিকা করা জায়েজ। আবার কেবল একটি ছাগল দিলেও আকিকা আদায় হয়ে যাবে, যদিও সামর্থ্য থাকলে দুটি দেওয়াই সুন্নাহ অনুসরণ।

হাদিস শরিফে এসেছে, নবী করিম (সা.) পুত্র সন্তানের জন্য দুটি এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল জবাই করার নির্দেশ দিয়েছেন। তবে অন্য বর্ণনায় দেখা যায়, হজরত হাসান ও হুসাইন (রা.)-এর পক্ষ থেকে একটি করে ভেড়া দ্বারা আকিকা করা হয়েছিল। এ থেকেই প্রমাণিত হয়, প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী একটিতেও আকিকা সহিহ হয়।

আকিকার সময় হিসেবে সন্তানের জন্মের সপ্তম দিন সর্বোত্তম। তবে সপ্তম দিনে সম্ভব না হলে ১৪ বা ২১তম দিনে করা উত্তম। এই সময়গুলো পেরিয়ে গেলেও পরবর্তীতে যেকোনো দিন আকিকা করা যায়। এমনকি কারও শৈশবে আকিকা না হলে, প্রাপ্তবয়স্ক হয়ে নিজেও নিজের আকিকা করতে পারবেন—এ ব্যাপারেও হাদিস ও সাহাবিদের মতামত রয়েছে।

আকিকার পশু হিসেবে ছাগল, ভেড়া, দুম্বা ছাড়াও উট, গরু বা মহিষ ব্যবহার করা যায়। আকিকার গোশত পিতা-মাতা, আত্মীয়স্বজন, ধনী-গরিব সবাই খেতে পারবেন। সুন্নাহ অনুযায়ী, নিজেরাও খাবেন, অন্যদের খাওয়াবেন এবং কিছু অংশ সদকা করবেন।

সব মিলিয়ে বলা যায়, ছেলে সন্তানের আকিকায় দুটি ছাগল সুন্নাহ হলেও একটি ছাগলে আকিকা আদায় হয়ে যায়। মূল বিষয় হলো—সামর্থ্য অনুযায়ী সুন্নাহ পালন ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

Comment / Reply From