Dark Mode
Image
  • Friday, 30 January 2026

বাজেটের টানে বদলেছে কেনাকাটার ধারা, গত বছর ট্রেন্ডে স্ট্রিট শপিং

বাজেটের টানে বদলেছে কেনাকাটার ধারা, গত বছর ট্রেন্ডে স্ট্রিট শপিং

গত বছরজুড়ে কেনাকাটার ট্রেন্ডে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। অর্থনৈতিক টানাপোড়েনের প্রভাবে ক্রেতাদের বড় একটি অংশ ব্র্যান্ডনির্ভর কেনাকাটা থেকে সরে এসে ঝুঁকেছেন বাজেটবান্ধব বিকল্পের দিকে। ফলে বছরজুড়েই আলোচনায় ছিল স্ট্রিট শপিং ও স্থানীয় বাজারকেন্দ্রিক কেনাকাটা।

ক্রেতাদের এই প্রবণতা ধরে রাখতে দেশীয় ফ্যাশন হাউসগুলোও সারা বছর বিভিন্ন সময়ে বিশেষ ছাড় দিয়েছে। একই সঙ্গে আবার জনপ্রিয় হয়ে উঠেছে গজ কাপড় কিনে নিজের পছন্দমতো পোশাক বানানোর ধারা।

🛒 বাড়ির দোরগোড়ায় কেনাকাটা

শহরের বিভিন্ন এলাকায় ভ্যানে করে ঘুরে ঘুরে ক্রেতাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। ক্রোকারিজ, পর্দার কাপড়, বিছানার চাদর থেকে শুরু করে বাঁশ, পাট ও বেতের তৈরি ঝুড়ির মতো পণ্যের চাহিদা বেড়েছে। ফুটপাতেও ছিল নানা ধরনের পোশাক ও পণ্যের পসরা, যেখানে সাশ্রয়ী দামে কেনাকাটায় ভিড় করেছেন ক্রেতারা।

👞 সস্তার বাজারে চামড়ার জুতার কদর

পোশাকের পাশাপাশি বাড়ির বিভিন্ন অনুষঙ্গ কিনতে গ্রাহকেরা ছুটে গেছেন ঢাকার নানা সস্তার বাজারে। হাজারীবাগ, সিদ্দিকবাজার, আলুবাজার, বংশাল, মালিটোলা ও মোগলটুলীর পাশাপাশি ধানমন্ডির পুরোনো ১৫ নম্বর সড়ক, মিরপুর ১০, ১১ ও ১২, মোহাম্মদপুর, ফার্মগেট, পান্থপথ, মৌচাক মার্কেটের আশপাশের সিদ্ধেশ্বরী রোড এবং টিকাটুলি কালীমন্দিরের পাশের এলাকাগুলোতে কারিগরের হাতে তৈরি চামড়ার জুতার চাহিদা ছিল চোখে পড়ার মতো।

🥦 কাঁচাবাজার ও অনলাইন কেনাকাটার ঝোঁক

সুপারশপের পাশাপাশি কাঁচাবাজার থেকে সরাসরি কেনাকাটার প্রবণতাও বেড়েছে। করোনাকালীন সময়ে অনলাইনে কেনাকাটার যে অভ্যাস তৈরি হয়েছিল, সেটিও গত বছর জুড়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে আমদানি কম থাকায় বাইরের পণ্যের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে বাজারে।

সব মিলিয়ে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতারা খরচ কমানোর দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আর সেই বাস্তবতায় গত বছর স্ট্রিট শপিং ও স্থানীয় বাজারই হয়ে উঠেছে কেনাকাটার মূল ভরসা

Comment / Reply From