জাপানের ২০ লাখ টাকার তরমুজ: ইউবারি মেলন
বিশ্বের সবচেয়ে দামি ফল হিসেবে পরিচিত ইউবারি মেলন। জাপানের ইউবারি অঞ্চলে চাষ করা এই তরমুজ গোত্রের ফলের এক কেজি দাম ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। দেখতে সুন্দর না হলেও এর স্বাদ অতুলনীয়। জাপানের বিলাসবহুল খাবার তালিকায় ইউবারি মেলনের স্থান অনন্য।
ইউবারি মেলন চাষের জন্য নির্দিষ্ট পরিবেশ ও তাপমাত্রা প্রয়োজন। প্রতি বছর খুব কম পরিমাণে ইউবারি মেলন উৎপাদিত হয়। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ মানের ফল বাজারে আসে। জাপানের ধনী শ্রেণীর কাছে ইউবারি মেলন একটি বিলাসবহুল উপহার হিসেবে জনপ্রিয়।
ফলের দোকানে সহজলভ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে নিলামে বিক্রি হয়। ধনী ব্যক্তিরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে উচ্চ দামে কিনে থাকে।
উল্লেখযোগ্য তথ্য:
এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল ৩২ লাখ টাকায়। এই ফল শুধুমাত্র জাপানেই পাওয়া যায়।
ইউবারি মেলন বিলাসবহুলতার প্রতীক হলেও এর উচ্চ দাম অনেকের কাছেই অবিশ্বাস্য।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!