Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

সেফটি পিনের নীচে গোল অংশ কেন? জানুন এর অজানা রহস্য

সেফটি পিনের নীচে গোল অংশ কেন? জানুন এর অজানা রহস্য

কখনও কি ভেবে দেখেছেন, সেফটি পিনের নীচের অংশটি গোলাকার কেন? প্রতিদিনের জীবনে অতি পরিচিত এই ছোট্ট জিনিসটির নকশার পেছনে লুকিয়ে আছে শতাব্দীপ্রাচীন ইতিহাস ও চমৎকার বৈজ্ঞানিক যুক্তি।

সেফটি পিন—বিশেষ করে নারীদের জীবনে—একটি অপরিহার্য অনুষঙ্গ। জামার সেলাই খুলে গেলে, ওড়না ঠিক করতে, কিছু আটকে রাখতে কিংবা হঠাৎ পায়ে কাঁটা ফুটলেও অনেকের প্রথম ভরসা এই সেফটি পিন। এক সময় মা-ঠাকুরমাদের হাতে চুড়ির ফাঁকে গুঁজে রাখা থাকত সেফটি পিন। এখন সেই জায়গা নিয়েছে হ্যান্ডব্যাগ। কখন, কোথায় কাজে লাগে—তা আগে থেকে বলা যায় না।

🧵 ইতিহাসে ফিরে তাকালে

সেফটি পিনের ধারণা একেবারে আধুনিক নয়। পোশাক আটকানোর প্রাচীন এক যন্ত্র ছিল টগল পিন। ধারণা করা হয়, প্রাচীন মিশরের প্রথম বৈদেশিক শাসক হিকসসেরা এটি প্যালেস্টাইনে নিয়ে গিয়েছিল। টগল পিনের এক প্রান্তে থাকত ছোট লুপ বা ছিদ্র, যার মধ্যে সুতো বা দড়ি ঢুকিয়ে পোশাক বাঁধা হতো।

আরেকটি প্রাচীন যন্ত্র হলো ফিবুলা—দেখতে অনেকটা ব্রোচের মতো। খ্রিস্টপূর্ব ১৪–১৩ শতকে গ্রিসের মাইসেনীয়রা এটি তৈরি করেছিল। নারী-পুরুষ উভয়েই ঢিলেঢালা পোশাক বা টিউনিক আটকাতে ফিবুলা ব্যবহার করতেন। ব্যবহারগত মিলের কারণে একে আধুনিক সেফটি পিনের পূর্বসূরি বলা হয়।

⚙️ আধুনিক সেফটি পিনের জন্ম

আজকের পরিচিত সেফটি পিনের উদ্ভাবক হলেন আমেরিকান যন্ত্রপ্রকৌশলী ওয়াল্টার হান্ট। ১৮৪৯ সালে তিনি এমন এক সেফটি পিন তৈরি করেন, যার উপরের অংশে একটি কুণ্ডলী বা লুপ ছিল। এটি সুচালো মাথাকে ঢেকে রাখত এবং পিন খুলে যাওয়ার ঝুঁকি কমাত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—পিনের নীচের বাঁকানো অংশে থাকা গোল লুপ। এটি স্প্রিংয়ের মতো কাজ করে পিনটিকে স্থির রাখে এবং প্রয়োজনীয় নমনীয়তা দেয়।

🔬 গোলাকার অংশের বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্যবহারিক দিক থেকেও সেফটি পিনের নীচের গোল অংশটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেফটি পিন দিয়ে কিছু আটকালে মূল চাপটি এসে পড়ে এই অংশেই। গোল ছিদ্রটি সেই চাপ চারদিকে সমানভাবে ছড়িয়ে দেয়। ফলে অতিরিক্ত চাপ পড়লেও পিন সহজে বেঁকে যায় না বা ভেঙে পড়ে না।

এই নিখুঁত নকশার কারণেই শতাধিক বছর পেরিয়ে গেলেও সেফটি পিনের গঠন প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। ওয়াল্টার হান্টের এই বুদ্ধিদীপ্ত উদ্ভাবন আজও সমানভাবে কার্যকর ও জনপ্রিয়।

Comment / Reply From

You May Also Like