পুরুষবিহীন গ্রাম জিনওয়ার: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নারীদের শান্তির আশ্রয়
পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ভয়, নির্যাতন আর অনিশ্চয়তার মাঝেও নিশ্চিন্তে জীবন কাটাতে পারছেন তাঁরা। জিনওয়ার গ্রামে পা রাখলেই যেন এক ভিন্ন বাস্তবতা চোখে পড়ে। এই গ্রামের সীমানা পেরোলেই ধরা দেয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভয়ংকর চেহারা—আইসিস জঙ্গিদের কালো পতাকা, বিস্ফোরণের আতঙ্ক আর জনশূন্য জনপদ। ঠিক এই ধ্বংসস্তূপের মাঝেই গড়ে উঠেছে এক নিরাপদ আশ্রয়—উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দিশ অঞ্চলের জিনওয়ার গ্রাম, যেখানে বসবাস করেন শুধু নারীরাই।
এই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস একটাই—জীবন এগিয়ে নিতে পুরুষের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। বছর ২৮-এর যুবতী জ়য়নব গাবারী বলেন, “আমাদের জীবনে পুরুষের অভাব নেই। আমরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট।” তাঁর মতে, যারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে বাঁচতে চান, জিনওয়ার তাঁদের জন্য আদর্শ স্থান।
জিনওয়ার গ্রামের প্রতিটি নারীর জীবনেই রয়েছে একেকটি হৃদয়বিদারক গল্প। কেউ আইসিস জঙ্গিদের হাতে দীর্ঘদিন যৌনদাসী হিসেবে নির্যাতনের শিকার হয়েছেন, কারও স্বামী নিহত হয়েছেন জঙ্গি হামলায়। কেউ সন্তান ও স্বামী—দু’জনকেই হারিয়ে নিঃস্ব হয়েছেন, আবার কেউ দিনের পর দিন ধর্ষণের শিকার হয়ে সন্তানসম্ভবা হয়ে পড়েছেন। অভিজ্ঞতা ভিন্ন হলেও একটি বিষয়েই তাঁরা একমত—পুরুষতান্ত্রিক সমাজে তাঁরা সবাই কোনো না কোনোভাবে নিপীড়িত ও অবহেলিত।
জিনওয়ার গ্রামে প্রবেশপথে বন্দুক হাতে পাহারা দেন নারী প্রহরীরা। আইসিসের সম্ভাব্য হামলা রুখতে তাঁরা সদা সতর্ক। কৃষিকাজ, স্কুলে পড়ানো, নিরাপত্তা—সব ক্ষেত্রেই দক্ষ এই নারীরা। স্থানীয় নারী সংগঠন ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সহায়তায় গড়ে উঠেছে এই গ্রাম। ঘরের দেয়ালে দেয়ালে আঁকা রয়েছে নারীশক্তি ও সংগ্রামের নানা গল্প।
শরণার্থী হয়ে পালিয়ে না গিয়ে আইসিস জঙ্গিদের মোকাবিলা করার সাহস দেখিয়েছেন তাঁরা। স্বামী হারানো ৩৮ বছর বয়সী আমিরা মহম্মদ বলেন, “নারী ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। যতদিন নারীরা শিক্ষিত ও স্বনির্ভর না হবেন, সমাজও স্বাধীন হতে পারবে না।” তিনি জানান, এখানকার নারীরা নিজেরাই কৃষিকাজ করেন, ফসল উৎপাদন ও রফতানি করেন, পাশাপাশি সন্তান লালন-পালনও করেন।
পুরুষবিহীন এই ছোট্ট গ্রামটি আজ যুদ্ধবিধ্বস্ত বাশার আল-আসাদের সিরিয়ায় এক ব্যতিক্রমী শান্তির প্রতীক হয়ে উঠেছে—যেখানে নারীরাই শক্তি, নারীরাই নিরাপত্তা, নারীরাই ভবিষ্যৎ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!