Dark Mode
Image
  • Thursday, 29 January 2026
টেক্সট লিখলেই ছবি! এআই ফিচার পেল মাইক্রোসফট পেইন্ট

টেক্সট লিখলেই ছবি! এআই ফিচার পেল মাইক্রোসফট পেইন্ট

মাইক্রোসফটের জনপ্রিয় ছবি আঁকার সফটওয়্যার পেইন্টে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক নতুন কালারিং বুক ফিচার। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী শুধু লেখা নির্দেশনা (টেক্সট প্রম্পট) দিলেই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ছবি বা কালারিং পেজ তৈরি করা যাবে।

বর্তমানে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্যবহারকারী যদি কোনো দৃশ্য বা বস্তুর বর্ণনা লেখেন, তাহলে এআই সেই ধারণা অনুযায়ী একাধিক স্টাইলের ছবি তৈরি করবে। মাইক্রোসফটের উদাহরণ অনুযায়ী, কেউ যদি লেখেন— “একটি ডোনাটের ওপর বসে থাকা তুলতুলে বিড়াল”, তাহলে সেই কল্পনার ভিত্তিতে বিভিন্ন ডিজাইনের ছবি পাওয়া যাবে। ব্যবহারকারীরা সেখান থেকে পছন্দের ছবিটি সংরক্ষণ, কপি কিংবা প্রিন্ট করতে পারবেন।

মাইক্রোসফটের দাবি, শিশুদের সৃজনশীলতা বাড়ানো ও বিনোদনের ক্ষেত্রে এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আপাতত এআই কালারিং বুক সুবিধাটি শুধুমাত্র কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

এ ছাড়া পেইন্টে যুক্ত হয়েছে নতুন ‘ফিল টলারেন্স’ স্লাইডার। এর মাধ্যমে রং ভরার সময় কতটা নির্ভুলভাবে রং বসবে, তা ব্যবহারকারী নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।

শুধু পেইন্ট নয়, মাইক্রোসফট নোটপ্যাডেও এআই সুবিধা আরও উন্নত করা হয়েছে। ‘রাইট’, ‘রিরাইট’ ও ‘সামারাইজ’ ফিচারগুলো এখন আরও দ্রুত কাজ করবে। জিপিটি প্রযুক্তির সাহায্যে লেখা উন্নত করা ও দীর্ঘ নোট সংক্ষেপে উপস্থাপন করা সহজ হবে। বিশেষ সুবিধা হলো— পুরো ফলাফলের জন্য অপেক্ষা না করেই প্রিভিউ দেখার পাশাপাশি সেটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

যেভাবে ব্যবহার করবেন

এই নতুন এআই ফিচারগুলো ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আপডেটটি বর্তমানে উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেলের উইন্ডোজ ইনসাইডারদের জন্য চালু রয়েছে। সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা দৈনন্দিন জীবনে এআইয়ের বাস্তব ব্যবহার ও সামাজিক গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নতুন এই ফিচারগুলোকে সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

Comment / Reply From

You May Also Like