Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

সততা, সরলতা আর শ্রমে গড়া এক শিল্পপতির জীবনকথা: সুফি মিজানুর রহমান

সততা, সরলতা আর শ্রমে গড়া এক শিল্পপতির জীবনকথা: সুফি মিজানুর রহমান

সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ ও মিষ্টভাষী ব্যক্তিত্ব—এক কথায় যিনি ভীষণ মিশুক। কথা বললে কখনো টেনে আনেন পাশ্চাত্যের দার্শনিকদের উদাহরণ, কখনো ইসলামের মনীষীদের, আবার কখনো মানবধর্মের মহান ব্যক্তিত্বদের জীবনদর্শন। নিজেও চলেন সততা ও সত্যনিষ্ঠার এক নিরেট পথে। এমন একজন মানুষই সুফি মোহাম্মদ মিজানুর রহমান—পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশের শিল্পাঙ্গনের এক সফল কিংবদন্তি।

জীবনের এই স্বর্ণসময়েও তিনি অকপটে বলেন নিজের ভাঙা-গড়ার গল্প, স্বপ্ন ও সম্ভাবনার কথা। তার জীবন যেন এক জীবন্ত পাঠশালা—যেখানে সততা, পরিশ্রম আর মানবিকতার পাঠ দেওয়া হয় নীরবে।

👶 শৈশব ও পারিবারিক শিক্ষা

শৈশবেই মাকে হারান সুফি মিজান। বাবার কঠোর শাসন ও গভীর ভালোবাসায় বড় হয়ে ওঠেন তিনি। তার ভাষায়, বাবা আর নতুন করে সংসার করেননি—আমিই ছিলাম তার সব। প্রতিদিন স্কুলে পৌঁছে দেওয়া, ফিরতি পথে অপেক্ষা করা—এই নিবিড় সান্নিধ্যই তাকে গড়ে তোলে দায়িত্ববান মানুষ হিসেবে।

আজকের সমাজে শিশুদের নৈতিক অবক্ষয়ের জন্য তিনি বাবা-মায়ের সময় না দেওয়াকেই দায়ী করেন। বলেন, আমরা টাকার পেছনে ছুটতে গিয়ে সন্তানের স্বপ্ন গড়ে দেওয়ার দায়িত্ব ভুলে যাচ্ছি।

🎓 সংগ্রামের ছাত্রজীবন

কলেজ জীবন থেকেই শুরু হয় কঠিন সংগ্রাম। ইন্টারমিডিয়েট পাস করেই চাকরি, রাতে নাইট কলেজ, গভীর রাতে চার মাইল হেঁটে বাড়ি ফেরা—তারপর রান্না করে খাওয়া, আবার ভোরে অফিস। দারিদ্র্য তাকে দমাতে পারেনি, বরং শক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

🍋 লেবু চুরি ও জীবনের শ্রেষ্ঠ শিক্ষা

শৈশবে একবার বন্ধুর সঙ্গে লেবু চুরির ঘটনা তার জীবনদর্শন বদলে দেয়। বাবার কঠোর শাসন ও লেবু ফিরিয়ে দেওয়ার নির্দেশ তাকে আজীবনের জন্য শিখিয়েছে—অন্যের জিনিসে হাত না দেওয়া। তিনি বলেন, আজও বাবার সেই শাসন যেন আমার জীবনের অতন্দ্র প্রহরী।

💼 ব্যাংকার থেকে শিল্পপতি

১৯৬৫ সালে মাত্র ১০০ টাকা বেতনে ব্যাংকিং পেশায় শুরু। স্বাধীনতার পর চাকরি ছেড়ে ব্যবসায় নামেন মাত্র ১,৪৮৩ টাকা পুঁজি নিয়ে। ব্যাংকিং অভিজ্ঞতা থেকেই শিখেছিলেন এক্সপোর্ট-ইমপোর্টের খুঁটিনাটি। জাপানসহ বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিংয়ে প্রবেশ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।

🧘‍♂️ সাদাসিধে জীবন, বড় দর্শন

শিল্পপতি হয়েও বিলাসবিমুখ। একই পোশাক, সাধারণ খাবার—ভাত, ডাল, আলু ভর্তা। চট্টগ্রামে ছোট্ট বাড়িতেই বসবাস। প্রতিদিন সকালে তিনি স্মরণ করেন—সবই আল্লাহর দান।

নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনন্য। স্ত্রী ছাড়া অন্য সব নারী তার কাছে মা, বোন বা কন্যার মতো। তার বিশ্বাস—এই মানসিকতা থাকলে সমাজে নারীর প্রতি কোনো সহিংসতা থাকত না।

✨ যে মন্ত্রে বিশ্বাস

“Divine Blessings mixed with Hard Work backed by Good Intention can make Miracle”—এই দর্শনেই বিশ্বাসী তিনি। বলেন, ভালো মানুষ না হলে আল্লাহর দয়া পাওয়া যায় না।

🇧🇩 স্বপ্ন বাংলাদেশকে নিয়ে

তার স্বপ্ন—কোনো মানুষ যেন ক্ষুধায় না থাকে, চিকিৎসার অভাবে না মরে। পিএইচপি ফ্যামিলির প্রতিটি কর্মীর যেন একটি বাড়ি ও নিজস্ব পরিবহন থাকে। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বেসিক স্টিল মিলস মেকার হিসেবে দেখতে চান তিনি।

🚀 নতুন উদ্যোক্তাদের প্রতি আহ্বান

তরুণদের উদ্দেশে তার বার্তা—এই মুহূর্তে যে কাজটি করছ, সেটিকেই জীবনের শ্রেষ্ঠ কাজ মনে করে করো। বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, তপস্যা করো।

🤝 পিএইচপি গ্রুপ নয়, ফ্যামিলি

তিনি গর্ব করে বলেন, পিএইচপি কোনো গ্রুপ নয়—একটি ফ্যামিলি। সুইপার থেকে চেয়ারম্যান—সবাই এখানে সমান। আজ পিএইচপি ফ্যামিলির আওতায় দেশে-বিদেশে অন্তত ৩০টি প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে।

Comment / Reply From

You May Also Like