Dark Mode
Image
  • Thursday, 29 January 2026

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত দেশের সবচেয়ে বড় সাহিত্য আয়োজন **অমর একুশে বইমেলা ২০২৬** শুরু হচ্ছে আগামী **২০ ফেব্রুয়ারি**। মেলা চলবে **১৫ মার্চ** পর্যন্ত।

বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বইমেলার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক সচিব **মো. মফিদুর রহমান**। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক **অধ্যাপক মোহাম্মদ আজম**, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর **অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ**, বাংলা একাডেমির সংশ্লিষ্ট পরিচালকরা, প্রকাশকদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, **২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়** আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি ঘোষণা দিয়েছিল যে, ২০২৬ সালের বইমেলা ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে প্রকাশক ও লেখকদের আপত্তি ও প্রতিবাদের মুখে ঘোষণার মাত্র ১০ দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। পরে সবার মতামতের ভিত্তিতে নতুন সময়সূচি নির্ধারণ করা হলো।

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

Comment / Reply From

You May Also Like