ফলের বীজ ফেলবেন না: ছোট উদ্যোগেই বড় পরিবেশবান্ধব অবদান
আম, লিচু, কাঁঠাল, জাম—এই মৌসুমি ফলগুলো আমাদের প্রিয় খাবারের তালিকায় শীর্ষে। কিন্তু ফল খাওয়ার পর এর বীজ, আঁটি বা বিচি আমরা সাধারণত ফেলে দিই। সামান্য সচেতনতা থাকলেই এই বীজগুলো হতে পারে পরিবেশ রক্ষার এক কার্যকর মাধ্যম।
বিশেষজ্ঞরা বলছেন, ফল খাওয়ার পর বীজগুলো ভালোভাবে পানিতে ধুয়ে শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে তা রোপণের উপযোগী থাকে। ভ্রমণের সময়, বিশেষ করে গাড়িতে করে দূরে কোথাও গেলে রাস্তার পাশের অনুর্বর ও ফাঁকা জমিতে এসব বীজ ছড়িয়ে দেওয়া যেতে পারে। বর্ষা মৌসুম এলে সেখান থেকেই গজাতে পারে নতুন চারাগাছ।
এইভাবে ছিটিয়ে দেওয়া বহু বীজের মধ্যে যদি একটি গাছও টিকে যায়, সেটিই হতে পারে পৃথিবীর জন্য একটি অমূল্য উপহার। ফলের গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে সতেজ রাখে না, বরং পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরি করে। ফলে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব গাছ।
পরিবেশবিদদের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়ক। আপনার ছিটিয়ে দেওয়া একটি ছোট বীজ থেকে বেড়ে ওঠা গাছের ফল মানুষের পাশাপাশি অসংখ্য প্রাণীর উপকারে আসবে—যা এক প্রকার সদকার মতোই দীর্ঘমেয়াদি কল্যাণ বয়ে আনবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!