উইমেন বিজনেস সেন্টারের সহায়তায় পোল্ট্রি ফার্মিংয়ে লাভলীর সাফল্য
জামালপুরের পাথরের চর এলাকার লাভলী বেগমের জীবন একসময় ছিল সংগ্রামময়। ছোট পরিসরে হাঁস-মুরগির খামার গড়ে তুললেও বারবার রোগব্যাধি, আর্থিক ক্ষতি ও আধুনিক জ্ঞানের অভাবে সেই খামার টিকিয়ে রাখাই হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ। তবে পরিবারের ভাগ্য বদলানোর দৃঢ় মনোবল তাকে থামতে দেয়নি।
লাভলীর জীবনে বড় পরিবর্তন আসে দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত উইমেন বিজনেস সেন্টার–এর সাসটেইনেবিলিটি টুয়ার্ডস হেলথ অ্যান্ড ইকোনমিক রিকভারি (এসএইচইআর) প্রকল্পে যুক্ত হওয়ার মাধ্যমে। ইউনাইটেড পারপাস (ইউপি) থেকে পাওয়া হাতে-কলমে প্রশিক্ষণ তাকে পোল্ট্রি ফার্মিংয়ের আধুনিক কৌশল শিখতে সাহায্য করে। পাশাপাশি প্রকল্প থেকে প্রাপ্ত একটি ইনকিউবেটর তার খামারে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে লাভলী হাঁস-মুরগির সঠিক লালন-পালন, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেন। ইনকিউবেটর ব্যবহার করে তিনি ১৮৪টি ডিমের মধ্যে ১৭৩টি বাচ্চা ফোটাতে সক্ষম হন, যা তার ব্যবসায়িক জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাফল্যের ফলে তার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে তিনি নিয়মিত ডিম বিক্রি করছেন এবং নিজ পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেও পারছেন।
নিজের পরিবর্তনের গল্প তুলে ধরে লাভলী বেগম বলেন,
“আজ আমি একজন সফল উদ্যোক্তা ও কমিউনিটি লিডার। মানুষ এখন আমার কথা গুরুত্ব দিয়ে শোনে। উইমেন বিজনেস সেন্টারের সহায়তা না পেলে আমি আজ এই অবস্থানে পৌঁছাতে পারতাম না।”
লাভলীর এই সাফল্য এখন তার এলাকাজুড়ে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। স্থানীয়ভাবে একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভলী ভবিষ্যতে বৃহৎ পরিসরে ডিম উৎপাদনকারী খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তার লক্ষ্য, আরও বেশি নারীকে পুষ্টি ও আয়ের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।
লাভলীর মতো অসংখ্য নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছে উইমেন বিজনেস সেন্টার। দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাসের এই উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি এসডিজি–৫ এর লিঙ্গসমতার লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!