Dark Mode
Image
  • Thursday, 29 January 2026
শীতের হাওয়ায় সরিষার হাসি, নারায়ণগঞ্জে বাম্পার ফলনের প্রত্যাশা

শীতের হাওয়ায় সরিষার হাসি, নারায়ণগঞ্জে বাম্পার ফলনের প্রত্যাশা

শীতের মৃদু হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে নারায়ণগঞ্জের মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সরিষার হলুদ ফুলের সমারোহ। চোখজুড়ানো এই হলুদ আভা প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। ফুলে ফুলে গুনগুন করে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা জানান দিচ্ছে—এবার ফলনের ইঙ্গিত ভালোই।

জেলার আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় ক্ষেতের পর ক্ষেত সরিষা ফুলে ভরে উঠেছে। কৃষকদের মুখেও আশার হাসি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষায় বাম্পার ফলন হবে বলে আশা করছেন তাঁরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে সরিষা চাষের প্রধান এলাকা আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ। আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের রামচন্দ্রদী এলাকার কৃষক আজগর আলী জানান, গত বছরের তুলনায় এবার জমির পরিমাণ বাড়িয়ে প্রায় দুই বিঘায় সরিষা চাষ করেছেন তিনি। ফলনের লক্ষণ দেখে তিনি আশাবাদী।

একই উপজেলার কৃষক কবির হোসেন বলেন, দেড়শ কাঠা জমিতে সরিষা আবাদ করেছেন তিনি। এখন পর্যন্ত জমির অবস্থা ভালো। বৃষ্টি না হলে লাভের আশা করছেন তিনি। বন্দর উপজেলার সাবদী এলাকার কৃষক তোফাজ্জল হোসেনও জানান, বর্গা নেওয়া জমিতে চাষ করেও এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন।

আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৬৮০ একর জমিতে সরিষা চাষ হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। বাজারদরও ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার জানান, চলতি মৌসুমে নারায়ণগঞ্জ জেলায় মোট ২ হাজার ৭১৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সার্বিকভাবে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ভালো ফলন ও ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে।

Comment / Reply From